Asia Cup 2023: ভারত নাকি শ্রীলঙ্কা? ফাইনালের আগে দেখা যাক পরিসংখ্যানে এগিয়ে কোন দল

People's Reporter: পরিসংখ্যান বলছে, এশিয়া কাপ শুরু হওয়া থেকে দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট ৮ বার। তাতে ভারত জিতেছে ৫ বার এবং শ্রীলঙ্কা জিতেছে ৩ বার।
রবিবার এশিয়া কাপের ফাইনাল
রবিবার এশিয়া কাপের ফাইনালছবি - সোশ্যাল মিডিয়া
Published on

রবিবার এশিয়া কাপের মেগা ফাইনাল। ভারত বনাম শ্রীলঙ্কা। ভারত ৭ বার এশিয়া কাপ জিতেছে। শ্রীলঙ্কা জিতেছে ৬ বার। তবে ফাইনালের পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে রোহিতরা।

পরিসংখ্যান বলছে, এশিয়া কাপ শুরু হওয়া থেকে দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে মোট ৮ বার। তাতে ভারত জিতেছে ৫ বার এবং শ্রীলঙ্কা জিতেছে ৩ বার। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপ জেতে ভারত। শ্রীলঙ্কা জেতে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ এবং ২০২২ অর্থাৎ গত এশিয়া কাপ। গত এশিয়া কাপে তারা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

১৯৮৪ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরশাহী। ফাইনালে উঠেছিল ভারত এবং শ্রীলঙ্কা। কিন্তু সেবার ফাইনাল হয়নি। ভারত জিতে যায় রাউন্ড রবিন ফরম্যাটে। ১৯৮৮ সালে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয় দুই দেশ। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় এশিয়া কাপ ঘরে তোলে ভারত। ১৯৯০-৯১ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল ভারত। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ১৯৯৫ সালের এশিয়া কাপ ফাইনালেও ভারতের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে (৮ উইকেটে জেতে ভারত)।

তবে ১৯৯৭ সালে মধুর প্রতিশোধ নেয় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় তারা। ২০০৪ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দেশে। ওই বছরও ২৫ রানে জিতে শিরোপা ঘরে তুলেছিল লঙ্কানরা। ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে ভারতকে ১০০ রানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ২০১০ সালে আয়োজক শ্রীলঙ্কাকে ৮১ রানে হারিয়ে এশিয়ার সেরা দল হয় ভারত।

অন্যদিকে শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচ বিচার করা হলে দেখা যাবে সেখানেও এগিয়ে টিম ইন্ডিয়া। দুই দেশের মধ্যে মোট ১৬৬টা ওডিআই ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৯৭টি এবং শ্রীলঙ্কা জিতেছে ৫৭টি। ১টি ড্র এবং বাকি ১১টি ম্যাচ বাতিল হয়েছে। আবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন দেখার শ্রীলঙ্কা হারের বদলা নিতে পারে কিনা নাকি রোহিত অ্যান্ড কোম্পানি অষ্টম এশিয়া কাপ শিরোপা শ্রীলঙ্কার মাটি থেকেই ছিনিয়ে আনে।

রবিবার এশিয়া কাপের ফাইনাল
Cricket World Cup 2023: এশিয়া কাপে চোট, বিশ্বকাপে অনিশ্চিত এই পাক তারকা পেসার
রবিবার এশিয়া কাপের ফাইনাল
পুজোর মধ্যে ISL-র ম্যাচ করানো সম্ভব নয়, সাফ জানালেন ক্রীড়ামন্ত্রী, বদলে যাবে কি ডার্বির দিন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in