আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জলঘোলা চলছে অনেকদিন ধরেই। ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না, স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছিল বিসিসিআই। তবে সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল, ভারত নাকি পাকিস্তানে যাবে। সেই জল্পনায় জল ঢাললেন অরুণ ধুমাল। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে হবে বলেই নিশ্চিত করলেন তিনি।
অরুণ ধুমাল সর্বভারতীয় এক সংবাদসংস্থায় জানিয়েছেন, "আমাদের সচিব (জয় শাহ) পিসিবির প্রধান জাকা আশরফের সঙ্গে দেখা করেছেন। তারপরেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করা হয়েছে। যেমনটা আলোচনা হয়েছিল, সেইমতো লীগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। তারপরে ভারত-পাকিস্তানের দুইটি ম্যাচ সহ মোট নয়টি ম্যাচ এবং দুই দল ফাইনালে উঠলে তৃতীয় ভারত-পাকিস্তান ম্যাচটিও শ্রীলঙ্কাতেই আয়োজিত হবে।"
ধুমাল এ প্রসঙ্গে আরও বলেন, "সাম্প্রতিক একাধিক রিপোর্ট যা দাবি করা হয়েছে, তেমনটা হচ্ছে না। না ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছে, না আমাদের সেক্রেটারি পাকিস্তানে যাবেন। শুধুমাত্র সূচিটাই নিশ্চিত করা হয়েছে।"
চলতি বছরের অক্টোবরেই ভারতের মাটিতে বসছে আইসিসি ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ আয়োজিত হবে। এই টুর্নামেন্টে এশিয়ার পাঁচ দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ পাচ্ছে। এছাড়াও এশিয়া কাপ খেলবে নেপাল। কিন্তু নেপাল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন