Asian Games 2023: জোড়া সোনা জয় দিয়ে বৃহস্পতিবারের যাত্রা শুরু ভারতের

People's Reporter: প্রথমে মহিলাদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতেছে ভারত এবং পরে স্কোয়াশের মিক্সড ডবলসেও সোনা জেতে ভারত।
স্কোয়াশে সোনা জয় ভারতের
স্কোয়াশে সোনা জয় ভারতেরছবি - ইন্ডিয়া অল স্পোর্টসের ট্যুইটার
Published on

জোড়া সোনা জয় দিয়ে বৃহস্পতিবার এশিয়ান গেমস শুরু করলো ভারত। প্রথমে মহিলাদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতেছে ভারত এবং পরে স্কোয়াশের মিক্সড ডবলসেও সোনা জেতে ভারত।

২০১৮ সালে ১৬টি সোনা পেয়েছিল ভারত। ২০২৩ এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ২০টি সোনা এলো ভারতের ঝুলিতে। আজ সকালে মেয়েদের কমপাউন্ডের দলগত বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ছিল। সেমিফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষকে ২৩৩-২১৯ পয়েন্টে হারান জ্যোতি সুরেখা, আদিতি এবং পারণীত। ফাইনালে প্রতিপক্ষ তাইওয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন ভারতের মেয়েরা। তাইওয়ানকে ২৩০-২২৮ ব্যবধানে হারিয়ে এশিয়াডে ১৯তম সোনা জেতে ভারত।

আবার স্কোয়াশের মিক্সড ডবলসে দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং সান্ধু। ফাইনালে মালয়েশিয়ান প্রতিপক্ষকে ১১-১০ এবং ১১-১০ ব্যবধানে হারিয়েছেন। দুই দলই দারুণ লড়াই করে। মালয়েশিয়ার আজমান আইফা এবং মহম্মদ কামালের কাছে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু পরে দুরন্ত কামব্যাকের কারণে সোনা জেতে দীপিকা এবং হরিন্দর।

এই প্রতবেদন লেখা পর্যন্ত পদক তালিকায় ২০টি সোনা, ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ নিয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ৩৩টি সোনা, ৪৫টি রুপো এবং ৭১টি ব্রোঞ্জ। জাপান রয়েছে দ্বিতীয় স্থানে। জাপান সোনা জিতেছে ৩৭টি, রুপো জিতেছে ৫১টি এবং ব্রোঞ্জ জিতেছে ৫৯টি। ১৭৪টি সোনা, ৯৫টি রুপো এবং ৫২টি ব্রোঞ্জ নিয়ে প্রথম স্থানে আছে চীন।

স্কোয়াশে সোনা জয় ভারতের
Asian Games 2023: এশিয়াডেও সোনা জয় 'সোনার ছেলে' নীরজের, কিশোরের হাত ধরে জ্যাভলিনে রুপোও জিতল ভারত
স্কোয়াশে সোনা জয় ভারতের
Asian Games 2023: তিরন্দাজিতে সোনা ও রুপো নিশ্চিত দুই ভারতীয়র!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in