অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুতেই বেকায়দায় ভারত। একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে ঋষভ পন্থরা।
বর্ডার গাভাসকর ট্রফির শুরুটা ভালো হয়নি ভারতের। শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। মিচেল স্টার্কদের বোলিং-র দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ০ রানে আউট হয়ে ফেরেন যশস্বী জয়সওয়াল। ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। দেবদত্ত পাড়িক্কল ০ রানে ফেরেন।
ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৫ রানে তাঁকে ফেরান জশ হেজেলউড। ধ্রুব জুড়েল ১১ রানে এবং ৪ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর, ৩৭ রানে ফিরতে হয় ঋষভ পন্থকে এবং হর্ষিত রানা ফেরেন ৭ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ রানে অপরাজিত রয়েছেন নীতিশ কুমার রেড্ডি। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৮ উইকেটের বিনিময়ে ১২৮। অস্ট্রেলিয়ার হয়ে জশ হেজেলউড নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট করে নিয়েছেন মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ। ১টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স।
বুড়ো আঙুলে চোটের কারণে ভারতীয় দলে নেই শুবমন গিল। বিসিসিআই-র পক্ষ থেকে জানানো হয়, এখনও চোট রয়েছে শুবমনের। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাই জন্য প্রথম টেস্ট দলে তাঁকে রাখা হয়নি।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িক্কল এবং ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল মার্শ, নাথান লায়ন, স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জশ হেজেলউড, লাবুসেন এবং নাথান ম্যাকস্যুইনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন