ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই ম্যাচে বল হাতে ভারতকে মাত্র ১১৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট হাতে মাত্র ১১ ওভারে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে স্মিথ বাহিনী। দুর্দান্ত এই জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে পেলো অজিরা।
টসে জিতে রবিবার প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারত প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায়। বল হাতে আগুন ঝরান মিচেল স্টার্ক। প্রথম ওভারেই শুবমান গিলকে রানের খাতা না খুলতে দিয়েই সাজঘরে ফেরান তিনি।
অধিনায়ক রোহিত শর্মা(১৩) পঞ্চম ওভারে দলগত স্কোর ৩২ রানের মাথায় স্টার্কের শিকার হয়ে ফিরে যান। ওই ওভারের পরের বলেই এলবিডব্লিউ হন সূর্যকুমার যাদব। সূর্যকুমার রানের খাতা খুলতে পারেননি। প্রথম বলেই ফিরে যান। এরপর লোকেশ রাহুলকেও (৪) ফেরান স্টার্ক।
রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তবে কোহলিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন। নাথান এলিস তাঁর প্রথম ওভারেই কোহলিকে(৩১) ফেরান। জাদেজাও ১৬ রান করে এলিসের শিকার হন।
একা অক্ষর প্যাটেল লড়াই চালিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। টেল এন্ডারদের কেউই সফল হতে পারেননি। কুলদীপ যাদব ৪ রান করে ফিরে যাওয়ার পর শামি এবং সিরাজ রানের খাতা না খুলেই ফিরে আসেন।
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। তিনটি উইকেট নেন শন অ্যাবট। মহামূল্যবান দুটি উইকেট নেন নাথান এলিস। পাঁচ উইকেট নিয়ে এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্টার্ক।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। এই দুই অজি ওপেনার মাত্র ১১ ওভারেই ম্যাচ শেষ করে ফিরলেন। হেড অপরাজিত রইলেন ৩০ বলে ৫১ রান করে। মার্শ অপরাজিত রইলেন ৩৬ বলে ৬৬ রান করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন