ত্রিদেশীয় টুর্নামেন্টের ফ্রেন্ডলি ম্যাচে মায়ানমারের বিপক্ষে জয় তুলে নিয়েছে আয়োজক ইন্ডিয়া। বুধবার ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার সমর্থকের সামনে ১-০ গোলে জেতে ভারত। তবে ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিল দুই দলই। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী একাই প্রায় চারটি অবধারিত গোলের সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত অনিরুদ্ধ থাপার একমাত্র গোলে জেতে ভারত। এই জয়ের ফলে টানা চার ম্যাচ জিতে নিলো ভারত। ইগোর স্টিম্যাচের অধীনে একটানা সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি।
গতকাল, ৯০ মিনিটে দুই দল যা সুযোগ পেয়েছিল তাতে স্কোরলাইনের ছবিটা অন্যরকম হতে পারতো। ভারত দাপুটে ফুটবল খেললেও মায়ানমারও প্রায়ই পাল্টা আক্রমণে উঠে ভারতীয় গোলকিপার অমরিন্দর সিং ও ডিফেন্ডারদের কড়া পরীক্ষার মুখে ফেলে। গোলকিপার অমরিন্দর দুর্দান্ত প্রদর্শন করেন এই ম্যাচে। ২০১৯ সালের পর এই প্রথমবার ক্লিন শিট ধরে রাখলেন অমরিন্দর।
ইম্ফলে এদিন খেলা শুরুর দশ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু বক্সের সামনে থেকে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন সুনীল ছেত্রী। ২৩ মিনিটের মাথায় আবার ভারতের কঠিন পরীক্ষা নেয় মায়ানমার। অমরিন্দর না বাঁচালে প্রথম গোলের দেখা পেতো ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৯ তম দেশটি। প্রথমার্ধের ৪৫ মিনিটে দুই দল আরও বেশ কিছু সুযোগ তৈরি করে।
প্রথমার্ধ শেষের আগেই ভারত গোলের দেখা পায়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে রাহুল ভেকের ক্রশ থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পান অনিরুদ্ধ। গোলে বল ঠেলতে ভুল করেননি চেন্নাইয়ান এফসির ফুটবলার। তাঁর একমাত্র গোলের লীডই শেষ পর্যন্ত ধরে রেখে জয় তুলে নিয়েছে ভারতীয় দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধের সুযোগ পেয়ে যায় মায়ানমার। তবে অমরিন্দর ফের ত্রাতার ভূমিকায় দেখা দেন। দ্বিতীয়ার্ধে ভারত অন্তত তিনটি সহজ সুযোগ মিস করে। মায়ানমারও একই। শেষ পর্যন্ত থাপার একমাত্র গোলেই শেষ হাসি হাসেন ইগোর স্টিম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন