Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, ICC-কে স্পষ্ট বার্তা BCCI-র

People's Reporter: ভারতের অবস্থানের নিন্দা জানিয়েছেন প্রাক্তন পাক তারকা জাভেদ মিয়াদাঁদ। তিনি বলেন, ভারতের সাথে সমস্ত ম্যাচ বয়কট করা হোক।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট দল। আইসিসিকে মেইল-র মাধ্যমে একথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে আইসিসি। যদিও বিসিসিআই-র অবস্থানে অসন্তুষ্ট প্রাক্তন পাক তারকাদের একাংশ।

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে। প্রথম থেকেই ভারত জানিয়েছে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। পাকিস্তানের মাটিতে খেলবে না। কিন্তু পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ভারতকে পাকিস্তানেই খেলার বার্তা দিয়েছিলেন। রবিবার লিখিত আকারে আইসিসি জানিয়েছে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে খেলতে যাবে না। পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলবে ভারত।

পাক বোর্ড সূত্রে খবর, আইসিসির করা মেইল পাকিস্তান সরকারকে পাঠিয়েছে পিসিবি। সরকারের পরামর্শ চাইছে বোর্ড কর্তা মহসিন। বোর্ডের এক কর্তা জানান ভারতীয় দল সহ সমস্ত দলের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। ভারত এখানে খেলতে এলে কোনো সমস্যাই হবে না।

বিসিসিআই-এর অবস্থানের নিন্দা করেছেন প্রাক্তন পাক তারকা জাভেদ মিয়াদাঁদ। তিনি বলেন, 'ভারতের সাথে সমস্ত ম্যাচ বয়কট করা হোক। এটা কি মজা হচ্ছে? আমরাও যদি ভারতের সাথে খেলা বন্ধ করে দিই তাহলে পাকিস্তান ক্রিকেট শুধু বেঁচেই থাকবে না বরং অতীতের মতো আরও উন্নতি করবে।'

রশিদ লতিফ বলেন, 'অনেক হয়েছে আর নয়। যখন যমস্ত দল পাকিস্তানে আসতে রাজি তখন ভারত এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে? এটা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।'

প্রসঙ্গত, গত এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেবারও ভারত পাকিস্তানে খেলতে যায়নি। পরিবর্তে সব ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল। সেই সময়ও অনেক প্রাক্তন পাক তারকা বিসিসিআই-র সমালোচনা করেছিলেন।

ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ সালে। তিনটি টেস্ট এবং পাঁচটি ওডিআই ম্যাচ খেলতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল পৌঁছেছিল পাকিস্তানে। শেষবার পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে ২০১২-১৩ সালে। সেবার তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। এরপর আর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।

প্রতীকী ছবি
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত! নেতৃত্ব দেবেন কে? বড় ঘোষণা গুরু গম্ভীরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in