T-20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সূচি প্রকাশ্যে, ভারত কার বিরুদ্ধে খেলবে দেখুন

People's Reporter: আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে।
বিরাট কোহলী এবং রোহিত শর্মা
বিরাট কোহলী এবং রোহিত শর্মাফাইল ছবি সংগৃহীত
Published on

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করলো আইসিসি। ভারত খেলবে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান এবং ইংল্যান্ডের কোনো প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। তারা সরাসরি টুর্নামেন্টে খেলবে।

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। একনজরে প্রস্তুতি ম্যাচের সূচিগুলি দেখে নেওয়া যাক -

২৭ মে

২৭ মে, সোমবার ডালাসে মুখোমুখি হবে নেপাল এবং কানাডা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে নামিবিয়া বনাম উগান্ডা এবং ওমান বনাম পাপুয়া নিউগিনির ম্যাচ হবে।

২৮ মে

এই দিনেও তিনটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ডালাসে খেলবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। লাউদার হিলে খেলবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে নামিবিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

২৯ মে

লাউদারহিলে দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যেই দুটি টিমে বিভক্ত হয়ে খেলবে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে আফগানিস্তান বনাম ওমান ম্যাচ।

৩০ মে

এই তারিখে ৫টি ম্যাচ রয়েছে। ডালাসে নেপালের বিরুদ্ধে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস বনাম কানাডা ম্যাচও হবে ডালাসে। এছাড়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ভিন্ন ভিন্ন সময়ে তিনটি ম্যাচ রয়েছে। যেখানে নামিবিয়া খেলবে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে, স্কটল্যান্ড খেলবে উগান্ডার বিরুদ্ধে আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

৩১ মে

স্কটল্যান্ড বনাম আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড।

১ জুন

এই দিন মাত্র একটিই প্রস্তুতি ম্যাচ রয়েছে। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।

বিরাট কোহলী এবং রোহিত শর্মা
KKR: আইপিএল-র ইতিহাসে প্রথমবার, নজির গড়লো কলকাতা নাইট রাইডার্স!
বিরাট কোহলী এবং রোহিত শর্মা
BCCI: দেশের হয়ে একটিও ম্যাচ না খেলেই আবেদন! ভারতের কোচ বাছতে নাজেহাল বিসিসিআই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in