Merdeka Cup 2023: ২২ বছর পর মারডেকা কাপে নামছে ভারত! কোথায় কখন ম্যাচ দেখবেন জানেন?

People's Reporter: জিও টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি। এছাড়া ইন্ডিয়ান ফুটবল দলের ইউটিউব পেজেও লাইভ স্ট্রিমিং হবে বলেই খবর।
মালয়েশিয়ার বিপক্ষে খেলবে সুনীলরা
মালয়েশিয়ার বিপক্ষে খেলবে সুনীলরাছবি - ইন্ডিয়ান ফুটবল দলের ফেসবুক পেজ
Published on

২২ বছর পর মারডেকা কাপে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে সুনীলরা।

মালয়েশিয়ার বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মারডেকা কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দেশ। জিও টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি। এছাড়া ইন্ডিয়ান ফুটবল দলের ইউটিউব পেজেও লাইভ স্ট্রিমিং হবে বলেই খবর। পাশাপাশি ইউরো স্পোর্টস চ্যানেলটিতেও ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে।

মারডেকা কাপে এবার চারটি দল অংশগ্রহণ করেছিল। ভারত, মালয়েশিয়া, তজিকিস্তান এবং প্যালেস্টাইন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করে প্যালেস্টাইন। ফলে সরাসরি ফাইনালে পৌঁছে যায় তাজিকিস্তান। ভারত যদি আজকের ম্যাচ জেতে তাহলে আগামী ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

এই মারডেকা কাপে ভারত মোট ১৭ বার অংশ নিয়েছে। ১৯৫৯ সাল থেকে তারা এই আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে। শেষ বার ভারত খেলেছিল ২০০১ সালে। ওই বছর মালয়েশিয়ার কাছে ২-১, উজবেকিস্তানের কাছে ২-১ এবং থাইল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। এবার দেখা যাক ইগর স্টিমাচের ছেলেরা কী করে।

এই টুর্নামেন্টে অবশ্য ভারত ফিফা ক্রম তালিকায় এগিয়ে থেকে শুরু করবে। ভারত রয়েছে ১০২ নম্বর স্থানে। ১১০ নম্বরে আছে তাজিকিস্তান এবং ১৩৪ নম্বরে রয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার বিপক্ষে খেলবে সুনীলরা
Cricket World Cup 2023: ভারত-পাক দ্বৈরথের আগে জমকালো অনুষ্ঠান, অরিজিতের গানে মাতবেন দর্শকরা
মালয়েশিয়ার বিপক্ষে খেলবে সুনীলরা
Cricket World Cup 2023: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ২য় দক্ষিণ আফ্রিকান প্লেয়ার হিসেবে নজির ডি'ককের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in