চলতি এশিয়ান গেমসে একেরপর এক ইতিহাস গড়ছে ভারত। পরপর পদক জিতে কিংবা নিশ্চিত করে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করছে দেশের নামী-অনামী অ্যাথলিটরা। মহিলা ক্রিকেটে পড়শি দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয়ের পর এবার অশ্বারোহণেও সোনা জিতে নয়া নজির গড়ল ভারতের অশ্বারোহীরা। এশিয়ান গেমসে ৪১ বছর পর অশ্বারোহণে এটাই প্রথম সোনা জয় ভারতের। এই মুহূর্তে সোনা-রুপো-ব্রোঞ্জ মিলিয়ে ভারতের ঝুলিতে রয়েছে মোট ১৪টি পদক।
মঙ্গলবার চিনের হাংঝৌতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে দলগত অশ্বারোহণ প্রশিক্ষণ বিভাগে সোনা জিতল ভারত। ১৯৮২ সালের পর এই বিভাগে ভারতের ঝুলিতে এলো সোনার পদক। পাক্কা ৪১ বছরের পর ভারতের দিব্যাকৃতী সিংহ, অনুশ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেদা এই দলগত অশ্বারোহণ বিভাগে ভারতকে সোনা এনে দিলেন। চার সোনাজয়ীর মধ্যে অনুশ আগরওয়াল আবার এই বাংলারই বাসিন্দা।
অন্যদিকে, মঙ্গলবার সকালেই সেইলিংয়ে ভারতের হয়ে রুপো জিতেছেন নেহা ঠাকুর। মহিলাদের ডিঙ্গি ILCA4 বিভাগে ২৭ পয়েন্ট অর্জন করে পদক জেতেন নেহা। চলতি এশিয়ান গেমসে সেইলিংয়ে এটাই ভারতের প্রথম পদক জয়। নেহার পর পুরুষদের উইন্ডসারফার RS:X বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ইয়াবাদ আলি। এর আগে শুটিং ও রোয়িংয়েও রুপো জিতেছে ভারত। আবার,
জুডোতেও ব্রোঞ্জ জয়ের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এদিন ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামবেন জুডোকা তুলিকা মান। অন্যদিকে, সাঁতারে পুরুষদের ৪×১০০ মিটার মিডলে রিলেতে ৩:৪০.৮৪ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে গিয়েছে ভারতের সাঁতারুরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন