বয়স শুধু সংখ্যা মাত্র। এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে সোনা জিতে ফের একবার প্রমাণ করলেন রোহন বোপান্না।
শনিবার টেনিসে তাইওয়ানকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের রোহন বোপান্না ও রুতুজা ভোসলে জুটি। তাইওয়ানের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং-র কাছে ২-৬ ব্যবধানে প্রথম সেট হারেন রোহনরা।
প্রথম সেটে হেরে গিয়েও দুরন্ত কামব্যাক করেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি। দ্বিতীয় সেটে তাইওয়ানকে ৬-৩ ব্যবধানে হারায় ভারতীয় জুটি। সময় নেন ৩০ মিনিট। তৃতীয় সেটটি হয় টাই-ব্রেকার। সেখানেও আধিপত্য বজায় রাখেন রুতুজা এবং রোহন। তৃতীয় সেটে কিছুটা লড়াই করলেও বছর ২৭-র রুতুজা এবং বছর ৪৩-র বোপান্নার যুগলবন্দিতে হার স্বীকার করে নেয় তাইওয়ান। টাই-ব্রেকারে ভারত জেতে ১০-৪ ব্যবধানে। এই জয়ের সাথে সাথেই নবম সোনা অর্জন করলো ভারত।
সপ্তম দিনে সোনা নিয়ে এখনও পর্যন্ত মোট ২টি পদক জিতেছে ভাওরত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতেছেন সরবজ্যোৎ সিং ও দিব্যা থারিগল। শ্যুটিং-এ চীনের মুখোমুখি হয়েছিল ভারত। লক্ষ্য ছিল দ্রুত ১৬ পয়েন্ট। ৭-৩ ব্যবধানে এগিয়ে গিয়েও চীনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র্যানজিনের কাছে হারতে হয় ভারতকে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত জিতেছে ৯টি সোনা, ১৩টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। মোট ৩৫টি পদক জিতেছে ভারত। এখন ভারত ৫ নম্বরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন