প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেই বাজিমাৎ করলেন নীতু ঘাঙ্গাস। মহিলাদের ৪৮ কেজি বিভাগে দাপট দেখিয়েই সোনা জিতলেন ২২ বর্ষীয় ভারতীয় বক্সার। ফাইনালে নীতু হারালেন মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেসেগেরকে।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নীতুর হাত ধরেই বক্সিং বিভাগে প্রথম সোনা জিতেছিল ভারত। দিল্লিতে অনুষ্ঠিত এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে নীতুই ভারতকে এনে দিলো প্রথম সোনা। মঙ্গোলিয়ান প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ৫-০ ব্যবধানে ফাইনাল জিতলেন তিনি।
ষষ্ঠ ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন নীতু। মেরি কম, লাইশরাম সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং নিখাত জারিনদের এলিট ক্লাবে জায়গা করে নিলেন ২২ বর্ষীয় নীতু।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপের ইতিহাসে ১১ তম সোনা এলো ভারতে। ভারতের একমাত্র বক্সার হিসেবে এই প্রতিযোগীতায় একের বেশি সোনা জিতেছেন এমসি মেরিকম। মেরিকম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে জিতেছেন ৬টি সোনা। শেষবার ২০১৮ সালে মেরির হাত ধরে সোনা আসে। তার আগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে সোনা জিতেছিলেন তিনি। সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি ২০০৬ সালে সোনা জিতেছিলেন। গতবছর ভারতকে দীর্ঘ প্রতিক্ষার পর সোনা এনে দিয়েছিলেন নিখাত জারিন। এবার ১১ তম সোনাটি এলো নীতুর হাত ধরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন