হাঙ্গেরীর কিংবদন্তি পুসকাসকে পেছনে ফেললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

পুসকাস তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে হাঙ্গেরীর হয়ে গোল করেছিলেন ৮৪ টি। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীলের আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ৮৫।
পুসকাসকে পেছনে ফেললেন সুনীল ছেত্রী
পুসকাসকে পেছনে ফেললেন সুনীল ছেত্রীছবি ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

হাঙ্গেরীর কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে টপকে গেলেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। গতকাল ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রীতি ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে গোল করেই রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। দেশের জার্সিতে সুনীলের গোলসংখ্যা এখন ৮৫।

পুসকাস তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে হাঙ্গেরীর হয়ে গোল করেছিলেন ৮৪ টি। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীলের আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ৮৫। আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের আন্তর্জাতিক গোল ১২২ টি। দ্বিতীয় স্থানে ইরানের আলি দাই। তাঁর গোল সংখ্যা ১০৯ টি। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসির গোল ১০২ টি। ৮৯ গোল করে চার নম্বরে রয়েছেন মালয়েশিয়ার মোক্তার দাহারি। ভারতের সুনীল রয়েছেন পঞ্চম স্থানে।

বর্তমানে যে সমস্ত ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে আন্তর্জাতিক গোলের নিরিখে সুনীল রয়েছেন তৃতীয় স্থানে। সামনে শুধু রোনাল্ডো এবং মেসি।

গতকাল ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ড্র করলেই ত্রিদেশীয় টুর্নামেন্টের খেতাব জিততো স্টিম্যাচের দল। বিশ্ব ক্রমতালিকায় অনেকটাই এগিয়ে থাকা কিরঘিজস্তানের বিপক্ষে এদিন ২-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছেন সুনীলরা।

মঙ্গলবার প্রথমার্ধের ৩৬ মিনিটেই সন্দেশ ঝিঙ্গানের গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ব্র্যান্ডন ফার্নান্দেজের পাস থেকে গোল করেন সন্দেশ। দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই চললেও ৮৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ভারত। স্পট-কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি অধিনায়ক সুনীল। এই গোলের সাথে সাথেই পুসকাসকে পেছনে ফেলেন তিনি।

পুসকাসকে পেছনে ফেললেন সুনীল ছেত্রী
অনন্য সম্মান পেলেন মেসি, কনমেবলের জাদুঘরে পেলে-মারাদোনার পাশেই এলএম টেন!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in