ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তী স্ট্রাইকার তুলসীদাস বলরাম

এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী ফুটবলার তুলসীদাস বলরাম গত ২৬ শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে মূত্রনালী ও পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চললেও তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না।
তুলসীদাস বলরাম (ডান দিকে)
তুলসীদাস বলরাম (ডান দিকে)ছবি - সংগৃহীত
Published on

পিকে বন্দোপাধ্যায় এবং চুনী গোস্বামী আগেই চলে গিয়েছেন। আজ প্রয়াত হলেন তাঁদের সতীর্থ তুলসীদাস বলরাম। বৃহস্পতিবার দুপুর দুটো পাঁচ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের এই কিংবদন্তী স্ট্রাইকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী ফুটবলার তুলসীদাস বলরাম গত ২৬ শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে মূত্রনালী ও পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চললেও তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না। অবশেষে আজ দুপুরে প্রয়াত হন অলিম্পিয়ান তুলসীদাস।

১৯৫৬ সালে সন্তোষ ট্রফি কাঁপানো বলরাম ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় দলে জায়গা করে নেন। সাড়া জাগানো এই ফুটবলার এবার যোগ দেন ইস্টবেঙ্গলে। ময়দানে দাপটের সঙ্গে খেলে লাল হলুদদের জার্সিতে করেছেন ১০০-এরও বেশি গোল।

১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলরাম। ৬০ এর দশকে ভারতীয় ফুটবলের সোনালী প্রজন্মের ফুটবলার ছিলেন তিনি। পিকে বন্দোপাধ্যায়, চুনী গোস্বামী ও বলরাম ত্রয়ী পরিচিত ছিলেন 'হোলি ট্রিনিটি' নামে।

অর্জুন পুরস্কার জয়ী তুলসীদাস রোম অলিম্পিক্সেও বিশ্বের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন। হাঙ্গেরি, ফ্রান্স এবং পেরুর সাথে 'গ্রুপ অফ ডেথ'-এ থাকা ভারত প্রথম ম্যাচে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হারলেও ৭৯ মিনিটে তুলসীদাসের গোল ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

তুলসীদাস বলরাম (ডান দিকে)
'মহিলাদের IPL-এ পাকিস্তানি ক্রিকেটারদের দেখতে না পাওয়াটা দুর্ভাগ্যজনক' - উরুজ মুমতাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in