এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামছে ভারতীয় হকি দল। ফাইনালে প্রতিপক্ষ আয়োজক চীন। চীনের 'প্রাচীর' টপকাতে পারলেই পর পর দু'বার এশিয়া সেরা হবেন হরমনপ্রীতরা।
মঙ্গলবার দুপুর ৩.৩০ মিনিটে চীনের বিপক্ষে নামবে ভারতীয় হকি দল। এর আগে ২০১১, ২০১৬, ২০১৮ এবং ২০২৩ এখনও পর্যন্ত মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ ফাইনাল জিততে পারলেই পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হবে ভারতীয় হকি দল।
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় দিয়ে অভিযান শেষ করেছিল ভারতীয় হকি দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত সেখান থেকেই শুরু করেছে ভারত। চলতি টুর্নামেন্টে লিগ পর্বে চীনকে ৩-০, জাপানকে ৫-১, মালয়েশিয়াকে ৮-১ এবং দক্ষিণ কোরিয়াকে ৩-১, পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ভারতীয় হকি দল। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় ভারত।
অন্যদিকে চীন পাকিস্তানের মতো তুলনামূলক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ ব্যবধানে খেলা শেষ হয়। পেনাল্টিতে ২-০ ব্যবধানে পাক দলকে হারায় চীন। তাছাড়া লিগ পর্বে জাপানকে ২-০ এবং মালয়েশিয়াকে ৪-২ গোলে হারায় চীন। পাশাপাশি পাকিস্তানের কাছে ৫-১, ভারতের কাছে ৩-০, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হারতে হয় চীনকে। এখন দেখার ফাইনালে চ্যাম্পিয়ন কোন দেশ হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন