এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক! মালয়েশিয়ার বিরুদ্ধে ৮-১ গোলে জয় ভারতীয় হকি দলের

People's Reporter: পর পর ৩ ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রথম ম্যাচে চীনকে ৩-০, দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ এবং বুধবার তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ ব্যবধানে পরাজিত করেছে ভারত।
ভারতীয় হকি দল
ভারতীয় হকি দলছবি - প্রতীকী
Published on

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় হকি দল। নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ ব্যবধানে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। সেমিফাইনালে ওঠার জন্য আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল।

২০২৪ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে চীন। পর পর ৩ ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রথম ম্যাচে চীনকে ৩-০, দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ এবং বুধবার তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ ব্যবধানে পরাজিত করেছে ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় কোয়ার্টার শেষ হয় ৫-০ ব্যবধানে। হাফটাইমের পরে তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৮-১ ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারেও একই ব্যবধান বজায় থাকে।

৩ ম্যাচে মোট ১৬টি গোল করেছে ভারতীয় হকি দল। যার মধ্যে ১২টি গোল এসেছে ফিল্ড গোল এবং ৪টি গোল হয়েছে পেনাল্টি কর্নার থেকে। আর ২টি গোল হজম করেছে ভারত।

প্রথম ৫ জন শীর্ষ গোলদাতাদের মধ্যে ৩ জনই ভারতীয়। সকলে গোল করেছেন ৩টি করে। এই তিন ভারতীয় হকি প্লেয়ার হলেন, সুখজিৎ সিং, উত্তম সিং এবং রাজ কুমার পাল। এছাড়া দক্ষিণ কোরিয়ার জিহুন ইয়াং এবং চীনের জিয়েশেং গাও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন।

পয়েন্ট টেবিলে ভারত রয়েছে শীর্ষ স্থানে। ৩ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৯। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৫। ৩ ম্যাচের মধ্যে ১টি জয় ও ২টি ড্র করেছে পাক হকি দল। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চীন।

ভারতের আর ২টি ম্যাচ বাকি রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল। এখন দেখার অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে নাকি অপ্রতিরোধ্য ভারতকে থামিয়ে দেবে দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in