ফের এশিয়া সেরা ভারতীয় হকি ফল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চীনকে ১-০ গোলে হারিয়ে খেতাব ধরে রাখলেন হরমনপ্রীতরা।
মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়োজক দেশ চীন। পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে থাকলেও ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয় ভারতীয় হকি দলকে। ৫০ মিনিট গোলশূন্য ছিল ম্যাচ। শেষ কোয়ার্টারে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন যুগরাজ সিং। তৃতীয় কোয়ার্টারে ৩টে পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় চীন।
এর আগে ২০১১, ২০১৬, ২০১৮ এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৪-এ খেতাব ধরে রেখে পঞ্চমবার এশিয়া সেরা হল তারা। তাছাড়া এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল চীন। সুযোগ ছিল ঘরের মাঠে ভারতকে হারিয়ে সেরার সেরা হওয়ার। কিন্তু স্বপ্নভঙ্গ হল চীনাদের।
অন্যদিকে তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে পাকিস্তান হেরেছিল চীনের কাছে এবং দক্ষিণ কোরিয়া পরাজিত হয় ভারতের কাছে। এগিয়ে গিয়েও পাকিস্তানের কাছে ৫-২ ব্যবধানে হারতে হয় দক্ষিণ কোরিয়াকে। পাকিস্তানের হয়ে ২টি করে গোল করেন হান্নান শাহিদ ও সুফিয়ান খান। ১টি গোল করেন রুমান। দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেন, জিহুন ইয়াং এবং জুংজুন লি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন