২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল। শেষ ৪ ম্যাচের সবক’টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীতরা। এবার সামনে পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে টানা ৫ ম্যাচে জয়ী থাকতে চাইছে ভারত।
শনিবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারত তাদের প্রথম চার ম্যাচে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াকে পরাজিত করেছে। দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল। অন্যদিকে পাকিস্তান ৪ ম্যাচের মধ্যে ২টি জয় ও ২টি ড্র করেছে। পরিসংখ্যান অনুযায়ী পাক হকি দল অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের থেকে।
চলতি টুর্নামেন্টে চীনকে ৩-০, জাপানকে ৫-১, মালয়েশিয়াকে ৮-১ এবং দক্ষিণ কোরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভারতীয় হকি দল। অন্যদিকে পাকিস্তান মালয়েশিয়ার বিরুদ্ধে ২-২ ড্র, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ ড্র, জাপানকে ২-১ গোল এবং শেষ ম্যাচে চীনের বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেয়েছে পাকিস্তান।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় ২০১১ সাল থেকে। প্রথম বছরই শিরোপা জিতে নেয় ভারতীয় হকি দল। ২০১১, ২০১৬, ২০১৮ এবং ২০২৩ এখনও পর্যন্ত মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে ২০১২, ২০১৩ এবং ২০১৮ এই ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ২০১৮ সালে ভারত এবং পাকিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অবিরাম বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ খেলানো সম্ভব হয়নি। ফলে দুই দেশকে বিজয়ী ঘোষণা করা হয়। এই টুর্নামেন্টের ফাইনালে দুই দেশ মুখোমুখি হয়েছে ৪ বার। যার মধ্যে ভারত ২ বার এবং পাকিস্তান ১ বার জয়ী হয়েছে। ১ বার যুগ্ম বিজয়ী হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন