প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। আপাতত দোহায় নিভৃতাবাসে রাখা হয়েছে চেন্নাইয়ান এফসি-র এই ফুটবলারকে। অনিরুদ্ধের করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। তিনি বলেন, "হ্যাঁ, অনিরুদ্ধ থাপা কোভিড পজিটিভ হয়েছে।"
বৃহস্পতিবার এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। তার আগের দিনই করোনা আক্রান্ত হন অনিরুদ্ধ। ইতিমধ্যেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে ভারতীয় ফুটবল দল। তবে ২০২৩ সালে চীনে আয়োজিত এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করতে হবে সুনীল ছেত্রীদের।
ইগার স্টিম্যাকেরা এখনও পর্যন্ত প্রাক বিশ্বকাপের ছ'টি ম্যাচ খেলেছে। এখনও পর্যন্ত একটিও ম্যাচে জয়ের দেখা পায়নি ভারত। তিনটি ম্যাচ ড্র করেছে এবং তিনটিতে হেরেছে। মাত্র তিন পয়েন্ট নিয়ে গ্রুপ 'ই'-তে চতুর্থ স্থানে রয়েছে। দুই পয়েন্ট নিয়ে ভারতের নীচে তথা সবার শেষে রয়েছে বাংলাদেশ। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আয়োজক দেশ কাতার।
ভারতের হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। আগামী ৭ ই জুন বাংলাদেশের বিরুদ্ধে এবং ১৫ ই জুন শেষ ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন