হাতে আর মাত্র দু'দিন। পর্দা উঠছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে এন্টারটেনিং গেম শো আইপিএলের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় দিনে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর আগে দেখে নেওয়া যাক কলকাতার পূর্ণাঙ্গ ক্রীড়া সূচী।
নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিতের অধীনে এবারের আইপিএল খেলবে নাইটরা। চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করবেন শ্রেয়স আইয়ার। যে কারণে শ্রেয়সের অনুপস্থিতিতে নাইটদের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে নীতিশ রানাকে। এবারের আইপিএলে কেকেআরকে শিরোপা জেতানোর জন্য আত্মবিশ্বাসী রানা।
১ এপ্রিল মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু নাইটদের। এরপর কলকাতা নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলবে ৬ ই এপ্রিল। ইডেনে এই ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর ৯ ই এপ্রিল আমেদাবাদে গুজরাটের মুখোমুখি হবেন নীতিশ রানারা। নাইটরা লীগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ২০ মে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
কলকাতা নাইট রাইডার্সের সূচী-
১ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (মোহালি, ৩টে ৩০)
৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কলকাতা, ৭টা ৩০)
৯ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস (আমদাবাদ, ৩টে ৩০)
১৪ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, ৭টা ৩০)
১৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, ৩টে ৩০)
২০ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, ৭টা ৩০)
২৩ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, ৭টা ৩০)
২৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বেঙ্গালুরু, ৭টা ৩০)
২৯ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস (কলকাতা, ৩টে ৩০)
৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবা (হায়দরাবাদ, ৭টা ৩০)
৮ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (কলকাতা, ৭টা ৩০)
১১ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, ৭টা ৩০)
১৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, ৭টা ৩০)
২০ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, ৭টা ৩০)
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মনদীপ সিং, নীতিশ রানা (অন্তর্বর্তীকালীন অধিনায়ক), রিঙ্কু সিং, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, শাকিব আল হাসান, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার। লিটন দাস, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ। হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন