ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মাত্র ২২ রান করলেই সপ্তম ব্যাটার হিসেবে আইপিএলে ৫০০০ রান পূর্ণ করবেন চারবারের আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক।
২০০৮ সালে আইপিএলের সূচনা হওয়ার পর থেকে প্রতিটি মরশুমেই খেলেছেন ধোনি। চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে তাঁর বর্তমান রান সংখ্যা ৪৯৭৮। ২৩৪ ম্যাচের ২০৬ ইনিংসে এই রান সংগ্রহ করেছেন ধোনি। আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর ৮৪।
এখনও পর্যন্ত মোট ৬ জন ক্রিকেটার আইপিএলের মঞ্চে পাঁচ হাজারের বেশি রান করেছেন। যার মধ্যে চার জন ভারতীয় এবং দু'জন বিদেশী ক্রিকেটার। রানের নিরিখে এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ২২৩ ম্যাচে বিরাটের রান ৬,৬২৪। দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। বাঁ-হাতি ওপেনার ২০৬ ম্যাচে রান করেছেন ৬,২৪৪। মাত্র এই দুই ক্রিকেটারই আইপিএলে ছ'হাজার রানের গন্ডি অতিক্রম করেছেন।
রানের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। ১৬২ ম্যাচ খেলে ওয়ার্নারের রান ৫,৮৮১। চার নম্বরে থাকা রোহিত শর্মা ২২৭ ম্যাচে রান করেছেন ৫,৮৭৯। ওয়ার্নার এবং রোহিত-দুজনেই এই মরশুমে ছ'হাজার রানের এলিট ক্লাবে জায়গা করে নিতে পারেন।
রানের নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। আইপিএলে ২০৫ ম্যাচ খেলে রায়না করেছেন ৫,৫২৮ রান। আর পাঁচ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন প্রোটিয়া মহাতারকা এবি ডিভিলিয়ার্স। এবি ১৮৪ ম্যাচে ৫,১৬২ রান করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন