অবশেষে সত্যি হল আশঙ্কা। বড় ধাক্কা লাগল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ‘অপ্রতিরোধ্য’ ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহলে। গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে পাওয়া চোট সারিয়ে আর দলে ফেরা হল না হার্দিকের। বাকি বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডে তাঁর পরিবর্তে আসতে চলেছেন ‘অনভিজ্ঞ’ পেসার প্রসিধ কৃষ্ণা। শনিবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি।
গত ১৯ অক্টোবর পুনের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক। বল করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে তাঁর। নিজের প্রথম ওভারের মাত্র তিনটি বল করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ওভারের বাকি তিনটি বল সম্পূর্ণ করেন বিরাট কোহলি। প্রাথমিক শুশ্রূষার পর কোনোমতে খেলার চেষ্টা করলেও শেষে হাল ছেড়ে দেন হার্দিক। সেই ম্যাচে ভারত ৭ উইকেটে সহজ জয় লাভ করে।
এরপর হার্দিক প্রাথমিকভাবে দু-একটি ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেও মাঝে ভারতীয় দল সূত্রে খবর ছিল, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন হার্দিক। প্রত্যাশা ছিল, হয়তো বিশ্বকাপের নকআউট পর্বেই ফের মাঠে নামতে পারেন তিনি। শনিবার ভোররাতে বিবৃতি প্রকাশ করে আইসিসি জানিয়েছে, “চলতি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অপ্রতিরোধ্য দৌড় বড়সড় ধাক্কা খেল। দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁর গোড়ালির চোট না সারায় গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। টুর্নামেন্টের বাকি অংশে আর খেলবেন না তিনি।”
ওই বিবৃতিতে বিশ্বের ক্রিকেট পরিচালন সংস্থা আরও জানিয়েছে, “ভারতের স্কোয়াডে হার্দিকের জায়গা নিতে চলেছেন প্রসিধ কৃষ্ণা। শনিবার টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির ছাড়পত্র পাওয়ার পরই এই পেসারকে ভারতের স্কোয়াডে যুক্ত করা হচ্ছে।”
প্রসঙ্গত, এখনও পর্যন্ত একটি স্বপ্নের বিশ্বকাপ খেলছে অপ্রতিরোধ্য ভারতীয় দল। ঘরের মাঠে ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে ব্যাপক দাপট দেখিয়ে এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় লাভ করে বিরাট-রোহিত বাহিনী আপাতত সবার শীর্ষে বিরাজ করছে। রবিবার তারা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন