আইজল এফসি-র বিপক্ষেও ড্র নিয়ে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে এটিকে মোহনবাগান। এবার ছিটকে গেলো কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলও।
শেষ চারে পৌঁছানোর জন্য ইস্টবেঙ্গলের সামনে ছিল কঠিন সমীকরণ। নূন্যতম ৪-০ গোলের ব্যবধানে আইজল এফসি-র বিপক্ষে জিততে হতো লাল হলুদদের। পাশাপাশি, ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচের ফলাফলও হতে হতো ড্র। কিন্তু ওড়িশা বনাম হায়দরাবাদের ম্যাচের ফলাফলের দিকে আর তাকাতে হলো না ইস্টবেঙ্গলকে। আইজলের বিপক্ষে ড্র করে শেষ চার দৌড় থেকে বাদ পড়লো তারা।
সুপার কাপের প্রতি ম্যাচেই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হলো ইস্টবেঙ্গলকে। প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিপক্ষে এগিয়ে থেকেও ড্র হয় ১-১ গোলে। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকলেও শেষ বেলায় হায়দরাবাদ এফসি ৩-৩ ফলাফল করে নেয়। সোমবার আইজলের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্র নিয়ে ফিরতে হলো মশালবাহিনীকে।
এদিন প্রথমার্ধের ১৬ মিনিটে নাওরেম মাহেশ সিং এবং ২২ মিনিটে সুমিত পাসির গোলে শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধ শেষের আগেই ৪১ মিনিটের মাথায় এক গোল শোধ করে দেয় আইজল। গোল করেন লালহিরুয়াতুলাঙ্গা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরে পায় আইজল। ৪৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লালচাঙ্কিমা। ম্যাচ শেষ হয় ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন