শুক্রবার শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের নবম মরশুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স এফসি। তার আগে প্রায় দেড় মিনিটের নিজেদের একটি টিজার প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। যা নিয়ে কার্যত আপ্লুত হয়েছেন লাল-হলুদ সমর্থকরা।
ইস্টবেঙ্গলের ফেসবুক পেজে দেওয়া ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে মজেছেন লাল-হলুদ সমর্থকরা। সেই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে ‘গণেশের চোখে মা’। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে নিয়ে পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছেন একজন। হুইল চেয়ারে বসা ব্যক্তিটি ইস্টবেঙ্গলের জার্সি পরে আছেন।
ভিডিও কর্তৃপক্ষ যে বার্তা দিতে চেয়েছেন তা কার্যত সকলের কাছেই স্পষ্ট। গণেশ যেমন নিজের মা দুর্গাকে দেখে ঠিক তেমনি তাঁদের সকল ভক্ত ক্লাবকে মায়ের চোখে দেখেন। ক্লাবকে মায়ের মতনই ভালোবাসেন। ভিডিও প্রকাশের সাথে সাথেই ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো। কেউ লেখেন, যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এটা শুধু ট্রেলার, সিনেমা এখনও বাকি আছে। আবার কেউ লিখেছেন, হৃদয়স্পর্শী ভিডিও।
উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যে ৭.৩০টার সময় কেরালার মুখোমুখি হবে স্টিফেনের শক্তিশালী ইস্টবেঙ্গল। যার জন্য গতকালই ২৭ সদস্যের দল ঘোষণা করেছে লাল—হলুদ ব্রিগেড। গোলরক্ষক আছেন তিন জন। পবন কুমার, কমলজিৎ সিং এবং নবীন কুমার।
রক্ষণভাগে ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন - সার্থক গলুই, মহম্মদ রাকিপ, ইভান গঞ্জালেজ, কিরিয়াকৌ, অঙ্কিত মুখার্জী, লালচুননুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিং এবং নবী হুসেন খান। মাঝ মাঠের দায়িত্বে থাকবেন, আমরজিৎ সিং কিয়াম, তুহিন দাস, এঙ্গউসানা, সৌভিক চক্রবর্তী, জর্ডান, মহেশ সিং নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমীত পাসি ও হিমাংশু জাংরা। বিপক্ষের রক্ষণভাগ ভেদ করার জন্য আছেন এলিআন্দ্রো, সেলিটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভি পি সুহের।
প্রথম ম্যাচ জেতার জন্য আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। আগামীকালের জন্য প্রস্তুতি তুঙ্গে। কেরালার বিপক্ষে নামার জন্য প্ল্যান এ ও বি দুটোই প্রস্তুত রেখেছেন কনস্টান্টাইন। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সও এবারে ভারসাম্য বজায় দল গঠন করেছে। সব মিলিয়ে আগামীকালের ম্যাচের জন্য সকল ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে আছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন