ফুটবলে রক্ষণ ভাগের শেষ স্তম্ভ হচ্ছে গোলরক্ষক। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে শুধুমাত্র গোলরক্ষকের জন্যই একটা দল চ্যাম্পিয়ন হয়েছে। আইএসএলেও এমন বহু তারকা গোলরক্ষক আছেন যাঁদের খেলা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ফুটবল ভক্তরা। তাঁদের মধ্যে এমন পাঁচ গোলরক্ষকের নাম দেখে নেওয়া যাক।
প্রথমেই যাঁর নাম বলতে হয় তিনি হলেন, গুরপ্রীত সিং সান্ধু। আইএসএলের অন্যতম সফল গোলরক্ষক হলেন গুরপ্রীত। ইনি একমাত্র গোলরক্ষক যিনি পর পর দু’টি মরশুমে গোল্ডেন গ্লাভসের মালিক হয়েছিলেন। ২০২২ সালের ডুরান্ড কাপেও যথেষ্ট নজর কেড়েছেন সান্ধু। ৬ ফুট ৬ ইঞ্চির গোলকিপারের হাত বেঙ্গালুরুর রক্ষণভাগের সবথেকে বড় ভরসা। ২০২১-২২ মরশুমে ১৫টি ম্যাচে গুরপ্রীত ৩৩টা সেভ করেছিলেন। এছাড়া ৩টি ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন তিনি।
দ্বিতীয় নামটি হল লক্ষ্মীকান্ত কাট্টিমণি। হায়দ্রাবাদের এই গোলরক্ষকের প্রশংসায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা। গত মরশুমে হায়দ্রাবাদের ফাইনাল জেতায় যাঁর সবথেকে বেশি ভূমিকা ছিল তিনি হলেন কাট্টিমণি। ২০২১-২২ আইএসএলের ফাইনালে তিনটি পেনাল্টি শুট বাঁচিয়ে ছিলেন তিনি। গত মরশুমে মোট ৬১টি গোল বাঁচিয়েছেন। মাত্র ২৩টা গোল হজম করেন বিপক্ষের থেকে।
এরপর প্রভুসুখন সিং গিল। আইএসএল প্রেমীরা কেরালা ব্লাস্টার্স এফসির গোলরক্ষকের একাধিক চমকপ্রদ সেভের ‘ফ্যান’ হয়ে গেছেন। গত মরশুম অর্থাৎ ২০২১-২২-এ গোল্ডেন গ্লাভস জেতেন দক্ষিণের এই গোলরক্ষক। কেরালার তারকা গোলকিপার আলবিনো গোমজের চোট থাকায় মাঠে নামানো হয় ২১ বছরের প্রভুসুখনকে। আর তাতেই বাজিমাত করেন তিনি। গত মরশুমে ২০টি ম্যাচে ৪৭টা সেভ করেছেন তিনি।
মুম্বাই সিটি এফসির রক্ষণের শেষ ভরসা ফুরবা লাচেংপা। নিজের দক্ষতা দিয়ে কীভাবে ফুটবলপ্রেমীদের মন জয় করতে হয় তা তিনি ভালো করেই জানেন। ২০২১-২২ মরশুমে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত পেনাল্টি সেভ করেছিলেন তিনি। লাচেংপার সেই খেলা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।
আইএসএলের আরেকজন তারকা গোলরক্ষক হলেন ওড়িশা এফসির লালথামমাওয়াইয়া রালতে। বিপক্ষ দলের স্ট্রাইকারদের অন্যতম চিন্তা হচ্ছে ওড়িশার ২৯ বছর বয়সী এই গোলরক্ষকের ফর্ম। বলা জেতে পারে স্বপ্নের ফর্মে রয়েছেন এখন রালতে। ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছিলেন তিনি। দলে আমরিন্দরের মতো অভিজ্ঞ গোলকিপার থাকায় তাঁর আরও সুবিধা হচ্ছে ভুলগুলি সংশোধন করায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন