Indian Super League 2022: এফসি গোয়া নিয়ে আবেগপ্রবণ বার্তা মিডফিল্ডার এডু বেদিয়ার

তিনি বলেন, এই মুহূর্তে এফসি গোয়া আমার কেরিয়ারে শুধুমাত্র একটা ক্লাব নয়। আমার সাথে বিশেষ কিছু জড়িয়ে আছে। এই ক্লাবে আমার ৬ বছর হল। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আইএসএলেও একাধিক বদল হয়েছে।
এডু বেদিয়া
এডু বেদিয়াছবি - এডু বেদিয়ার ইনস্টাগ্রাম পেজ
Published on

ইন্ডিয়ান সুপার লীগে নিজের দল এফসি গোয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মিডফিল্ডার এডু বেদিয়া। গোয়ার সাথে তাঁর এক অদ্ভুত রকমের সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন তিনি।

আইএসএলে সফল বিদেশী খেলোয়াড়দের মধ্যে এডু বেদিয়া একজন। এফসি গোয়ার এই মিডফিল্ডার নিজের দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন। এবিষয়ে কোনও সন্দেহ নেই। দলের সাথে তাঁর ঠিক কেমন সম্পর্ক এবার তা নিয়ে মুখ খুললেন গোয়ার তারকা মিডফিল্ডার। তিনি বলেন, 'এই মুহূর্তে এফসি গোয়া আমার কেরিয়ারে শুধুমাত্র একটা ক্লাব নয়। আমার সাথে বিশেষ কিছুভাবে জড়িয়ে আছে। এই ক্লাবে আমার ৬ বছর হল। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। শুধু ক্লাবেই নয় আইএসএলেও একাধিক বদল হয়েছে।'

তাঁর কথায়, এখন আমরা শেষ মরশুমের কথা ভুলে নতুন করে প্রি-সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

চলতি মরশুমে দলের তিন স্প্যানিশ খেলোয়াড় সম্পর্কেও বেশ কিছু তথ্য সকলের সামনে আনলেন। বেদিয়া বলেন, তিনজনকেই আমি ভালো করে চিনি। কারণ আমি এর আগে তাঁদের বিরুদ্ধে স্পেনে খেলেছি। তাঁরা সকলেই ভালো ফুটবল প্লেয়ার। এখানে এসে মানিয়ে নিতে একটু সমস্যা হবে। এটা কঠিন হলেও প্রফেশন্যাল ফুটবলে খুবই সাধারণ ব্যাপার।

গোয়ার মিডফিল্ডারকে আরও বলতে শোনা যায়, এই বছর দর্শকের সামনে খেলাটা খুবই আনন্দের। কারণ গত ২ বছর করোনার জন্য ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয়েছিল। মাঠে দর্শক থাকার ফলে গোয়া সহ অন্যান্য দলগুলিরও মনোবল আরও বাড়বে।

এডু বেদিয়া
Virat Kohli: দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট, সামনে এখন শুধুই শচীন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in