ইন্ডিয়ান সুপার লিগে হারের রেকর্ড করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ভেঙে ফেলল চার বছর আগে করা নিজেদেরই রেকর্ড। এখনও অনেক ম্যাচ বাকি আছে। হারের সংখ্যা বৃদ্ধি পায় নাকি পরের ম্যাচে জয় অর্জন করবে তারা সেটাই দেখার।
ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপ যুদ্ধে মেতে উঠেছে তখনই পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লো নর্থইস্ট। ২০২২-২৩ মরশুম এখনও শেষ হয়নি। এর মধ্যেই টানা ৭ ম্যাচে হেরেছে তারা। এর আগে ২০১৭-১৮ মরশুমে টানা ৬টা ম্যাচ হেরেছিল তারাই। যদিও সেই মরশুমে দিল্লি ডায়নামোস এফসিও ৬টা ম্যাচ হেরেছিল। ২০১৮-১৯ মরশুমে টানা ৫ ম্যাচ হেরেছিল চেন্নাইয়ান এফসি। ২০১৫-১৬ মরশুমে পরপর ৫ ম্যাচ হেরে রেকর্ড করেছিল এফসি পুনে সিটি।
চলতি মরশুমে পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে নর্থইস্ট। সাত ম্যাচে মাত্র ৩টে গোল করেছে তারা। আর গোল হজম করেছে ১৬টা। শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে ৩-১ গোলের ব্যবধানে হারতে হয় তাদের। শুক্রবার পরবর্তী ম্যাচ খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে। ক্লাব সূত্রে খবর, মার্কো বালবুল (কোচ) প্লেয়ারদেরকে উজ্জীবিত করার কোনো ত্রুটি রাখছেন না। টানা ম্যাচ হেরে ছেলেরা একটা ধাক্কা খেয়েছে। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না দল। কোচের মতে এখনই হেরে যাওয়ার কোনো মানে নেই। আমাদের অনেক ম্যাচ আছে। আমরা জেতার লক্ষ্যেই নামবো।
অন্যদিকে, চলতি মরশুমে আইএসএলে এখনও টানা ৮ ম্যাচ অপরাজিত রয়েছে মুম্বাই সিটি এফসি। যার মধ্যে ৫টা জয় ও ৩টে ড্র রয়েছে। পয়েন্ট ১৮। গোল পার্থক্যতেও (১৪) সমস্ত দলকে পিছনে ফেলে দিয়েছে তারা। ৮ ম্যাচে গোল করেছে ২৩টি। আর বিপক্ষ দল তাদের জালে বল জড়িয়েছে ৯ বার। তালিকায় দ্বিতীয় স্থানে আছে হায়দ্রাবাদ এফসি, পয়েন্ট ১৬ (৮ ম্যাচ)। তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট। এটিকে মোহনবাগান আছে চতুর্থ স্থানে। ৭ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন