এশিয়ান গেমসের শুরুতেই চমক দিল ভারতের পুরুষ ভলিবল দল। তিন বারের চ্যাম্পিয়ন এবং ২০১৮-র এশিয়ান গেমসের রুপোর পদকজয়ী দক্ষিণ কোরিয়াকে হারালো ভারত। শেষ ১০ বছরে কোরিয়ার বিরুদ্ধে এই প্রথম জয় পেলো তারা।
বিশ্ব ভলিবলের ক্রম তালিকায় ভারত রয়েছে ৭৩ তম স্থানে এবং দক্ষিণ কোরিয়া রয়েছে ২৩ তম স্থানে। ফলে প্রথম থেকেই জেতার চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। বুধবার এশিয়ান গেমসে পুলের দ্বিতীয় এবং ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন অমিত গুলিয়ারা। খেলার ফলাফল ২৫-২৭, ২৯-২৭, ২৫-২২, ২০-২৫ এবং ১৭-১৫। ২ ঘন্টা ৪০ মিনিট ধরে দুই দলের মধ্যে লড়াই চলে।
ভারতের সহকারী কোচ টম জোসেফ বলেন, "হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। যার মধ্য দিয়ে আমাদের দক্ষতাও প্রতিফলিত হল। আমরা ৪-৫ দিন আগে এখানে এসেছি এবং গত সপ্তাহে বেশ কয়েকটি প্রশিক্ষণ শিবির করেছি আমরা। যার ফল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগলো"।
তিনি আরও বলেন, "আমি মনে করি আমরা খুব ভালো আক্রমণ করেছি। বিশেষ করে অমিত। সে দুরন্ত খেলেছে। অশ্বল রাই এবং মনোজ মঞ্জুনাথ খুবই ভালো ব্লক করছিল"।
গত ম্যাচে অর্থাৎ পুলের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ের সুবাদে পুলের শীর্ষ স্থান ধরে রেখে পরবর্তী রাউন্ডে পা রাখলো ভারতীয় ভলিবল দল।
উল্লেখ্য, ভারত শেষ বার এশিয়ান গেমসে পদক জেতে ১৯৮৬ সালে। সেবার ব্রোঞ্জ জিতেছিল তারা। তার আগে ১৯৫৮ এশিয়ান গেমসেও ব্রোঞ্জ জেতে ভারতীয় ভলিবল দল। ১৯৬২ সালে জাকার্তায় রুপোর পদক জিতেছিল তারা। এবার শুরুতেই পদক জয়ের আশা দেখাচ্ছে ভারতীয় দল। এখন দেখার অমিতদের হাত ধরে ফের এশিয়ান গেমসে ভারতীয় শিবিরে পদকের দেখা মেলে কিনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন