অষ্টম এশিয়া কাপের জয়ের লক্ষ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত।
রবিবার অর্থাৎ আগামীকাল মহিলা এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবং শ্রীলঙ্কা। দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হবে। এখনও পর্যন্ত একবারও এশিয়া কাপ জেতেনি শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। ফলে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের কাছে।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেটে জিতে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ভারত। আগামীকাল ভারত তাদের অষ্টম এশিয়া কাপ ঘরে তোলার জন্য নামছে। ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬ বার এশিয়া কাপ জেতে ভারত। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথম বার এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ২০২২ সালে ফের চ্যাম্পিয়ন হয় ভারত।
পরিসংখ্যান অনুযায়ী মহিলা এশিয়া কাপের ফাইনালে একবারও ভারতের কাছে জয় ছিনিয়ে নিতে পারেনি শ্রীলঙ্কা। ২০০৪ সালে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মহিলা এশিয়া কাপের সূচনা হয়। ওই বছর ৫ ম্যাচের সিরিজ খেলেছিল ভারত এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারায় ভারত। ২০০৫-০৬ এশিয়া কাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ভারতের কাছে ৯৭ রানে হারতে হয়েছিল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে।
২০০৬ এশিয়া কাপের ফাইনালে ফের শ্রীলঙ্কাকে হারায় ভারত। ৮ উইকেটে সেই ম্যাচ জিতেছিলেন ভারতীয় মহিলারা। ২০০৮ এশিয়া কাপে ভারতের কাছে ১৭৭ রানে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ২০১২ এশিয়া কাপে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ১৮ রানে পাক মহিলা দলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৬ এশিয়া কাপে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ জেতে ভারত। ২০১৮ সালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাস্ত করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন