দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। সেখানে দাপট দেখাচ্ছেন হরমনপ্রীত কৌররাও। দক্ষিণ আফ্রিকায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ভারত। দীপ্তি শর্মা ও জেমাইমা রদ্রিগেজের দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়েছে ভারতের মহিলা ব্রিগেড। ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বাফেলো পার্কে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। ভারতীয় বোলারদের দাপটে ক্যারিবিয়ান ক্রিকেটাররা শুরু থেকেই মুষড়ে পড়েন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রানই সংগ্রহ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার তথা অধিনায়ক হেইলি ম্যাথিউজের ৩৪ বলে ৩৪ রান এবং সাত নম্বরে নেমে জাইদা জেমসের লড়াকু ২১ রানের ইনিংস ছাড়া কোনো ক্যারিবিয়ান ক্রিকেটার দাঁড়াতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন দীপ্তি শর্মা। দীপ্তি নিজের ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৩ টি উইকেট। জোড়া উইকেট নেন পূজা বস্ত্রকার। একটি উইকেট নেন রাজেশ্বরী গায়কওয়াড।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। স্মৃতি মন্ধনা মাত্র ৫ রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নামা হরলীন ফেরেন ১৩ রান করেই। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি ভারতকে। ওপেনার জেমাইমা রদ্রিগেজ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচ শেষ করেই ফেরেন। জেমাইমা অপরাজিত থাকেন ৪২ রান করে এবং হরমনপ্রীত অপরাজিত থাকেন ৩২ রানে। এই দুজনের ৬৪ রানের পার্টনারশিপের ফলে ৩৭ বল ও আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন