মহিলাদের টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন ভারতের শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধানা। ওপেনিং জুটি হিসেবে ২৯২ রানে পার্টনারশিপ গড়লেন এই দুই ভারতীয় তারকা। এছাড়া শেফালীর ব্যাট থেকে এলো মহিলাদের টেস্টে দ্রুততম ডবল-সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর পর টেস্টেও কড়া চ্যালেঞ্জ দিচ্ছে টিম ইন্ডিয়া। শুক্রবার শুরু হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের টেস্ট ম্যাচ।
প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড করলেন শেফালী-স্মৃতি জুটি। ওপেনিং জুটি হিসেবে ২৯২ রানে পার্টনারশিপ করেছেন তাঁরা। এটিই মহিলা ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। তাছাড়া টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক হলেন শেফালী বর্মা। ১৯৭ বলে ২০৫ রান করেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ২৪৮ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন।
পাশাপাশি দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দু'শো রানের গণ্ডি টপকালেন শেফালী। এর আগে ভারতীয় হিসেবে টেস্টে দ্বিশত রান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০৭ বলে ২১৪ রান করেছিলেন তিনি।
দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫২৫ রান স্কোর বোর্ডে তুলেছে ভারত। শেফালী বর্মার সাথে ব্যাট করতে নেমে ১৪৯ রানে আউট হন স্মৃতি মন্ধানা। দারুণ ছন্দে রয়েছেন তিনি। শেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করলেন তিনি। একটি ম্যাচে ৯০ রানে আউট হয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন