এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় কুস্তিগীর অংশু মালিক। মঙ্গোলিয়ার উলানবাতারে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশীপে মহিলাদের ৫৭ কেজি বিভাগে গোল্ড মেডেলের জন্য লড়বেন তিনি। শেষ চারের লড়াইয়ে মঙ্গোলিয়ার বোলুর্তয়া খুরেলখুর অংশুর বিপক্ষে নূন্যতম প্রতিরোধই গড়তে পারেননি। মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের লড়াইয়ে ফাইনালের টিকিট পেয়ে যান হরিয়ানার নিদানি থেকে উঠে আসা ২০ বর্ষীয় ভারতীয় তারকা।
শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন মনীষা। মহিলাদের ৬২ কেজি বিভাগে শেষ চারের ম্যাচে জাপানের নানোকা ওজাকির বিরুদ্ধে মাত্র ৪০ সেকেন্ডেই হার মানেন মনীষা। তবে পদক জয়ের আশা এখনও শেষ হয়নি। আজ তিনি কোরিয়ার হানবিট লি’র মুখোমুখি হবেন ব্রোঞ্জ মেডেল ম্যাচে।
২০২০ এশিয়ান চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ের পর গতবছর এই প্রতিযোগীতায় সোনা জেতেন অংশু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গত বছর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছানো অংশুর সামনে এশিয়ান চ্যাম্পিয়নশীপের সোনা ডিফেন্ড করার লড়াই।
এই প্রতিযোগীতায় তিনটি বাউটেই টেকনিক্যাল সুপেরিওরিটির বিচারে জয় তুলে নিয়েছেন অংশু। প্রথম ম্যাচে উজবেকিস্তানের শোখিদা আখমেদোভার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সিঙ্গাপুরের ড্যানিয়েলে সুই চিঙ লিমকেও উড়িয়ে দেন অংশু। শেষ চারের লড়াইয়ে মঙ্গোলিয়ার বোলুর্তয়া খুরেলখুকে হারিয়ে ফাইনালে পৌঁছান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন