এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো ভারত। সকলকে অবাক করে দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকে। বাদ পড়লেন যুজবেন্দ্র চাহাল।
৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। যার জন্য সোমবার দল ঘোষণা করলো টিম ইন্ডিয়া। দিল্লিতে রোহিত শর্মা ও অজিত আগারকার দল ঘোষণা করেছেন। কিছু দিন আগেই জানা গিয়েছিল শ্রেয়স এখনও পুরোপুরি চোট মুক্ত নন। সেই কারণে দলে নাও রাখা হতে পারে তাঁকে। কিন্তু ১৭ সদস্যের মধ্যে রয়েছেন তিনি। আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভালো ফর্মে ছিলেন কুলদীপ। যার ফল পেলেন এশিয়া কাপের স্কোয়াডে থেকে। ১৭ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে।
কুলদীপকে দলে রাখা নিয়ে অজিত আগারকার বলেন, এশিয়াতে খেললে রাতে শিশিরের সমস্যা থাকবেই। আর কুলদীপ যথেষ্ট ভালো বোলার। এর আগেও অনেক ম্যাচ জিতিয়েছেন। আমরা ভারসাম্য বজায় রেখে দল গঠন করেছি।
১৭ সদস্যের দল ঘোষণা করলেও এখনও ৪ নম্বর স্থানের ক্ষেত্রে জট কাটেনি। কাকে নামানো হবে? কে এল রাহুল নাকি শ্রেয়স আইয়ার তা স্পষ্ট নয়। দলীয় সূত্রে খবর, ৪ নম্বরে একজন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার দরকার। অক্ষর প্যাটেলকে সেই স্থানে খেলানো হতে পারে।
ভারতীয় দল -
ব্যাটার - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং ঈশান কিষাণ।
অল রাউন্ডার - হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।
বোলার - শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। রিজার্ভে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।
৩০ তারিখ থেকে শুরু হলেও ভারত এশিয়া কাপ অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর থেকে। ভারতের প্রথম ম্যাচ হবে পাকিস্তানের সাথে। ৪ সেপ্টেম্বর খেলবে নেপালের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন