শেষ হয়েছে আইপিএল। বিরাট কোহলিরা উড়ে গিয়েছেন ইংল্যান্ড। রোহিতদের সামনে এবার বড় পরীক্ষা। দীর্ঘদিন ভারত কোনো বড় আইসিসি ট্রফি জেতেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারালেই দীর্ঘদিনের শিরোপা খরা কাটাবে টিম ইন্ডিয়া। তবে লড়াইটা সহজ হবে না। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার মনে করেন, আইপিএলে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে উঠে আসা ভারতীয় খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যখন তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল খেলবে।
আগামী ৭ জুন থেকে ১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। মঙ্গলবার স্টার স্পোর্টসে গাভাসকার বলেন, "প্রায় সবাই টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে আসবে এবং টেস্ট ক্রিকেট একটি দীর্ঘ ফর্ম্যাট। তাই, আমি মনে করি এটি একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।"
সমস্ত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা কাউন্টি ক্রিকেট খেলছেন। ফলে দীর্ঘ ফর্ম্যাটে ভালভাবে মানিয়ে নেবেন বলে মনে করছেন গাভাসকার। পাশাপাশি, আইপিএলে ভালো প্রদর্শন করে দীর্ঘদিন পর দেশের জার্সিতে প্রত্যাবর্তন ঘটানো আজিঙ্কে রাহানের অভিজ্ঞতা ইংলিশ কন্ডিশনে কাজে লাগবে বলে মনে করছেন গাভাসকার।
রাহানে সম্পর্কে গাভাসকার বলেন, "ইংল্যান্ডে খেলা, ইংল্যান্ডে রান করার অনেক অভিজ্ঞতা রয়েছে তার। তাই, আমি মনে করি সে ৫ নম্বরে নেমে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি বিশ্বাস করি তার প্রমাণ করার একটা জায়গা আছে, আমি এখনও অনুভব করি যে তার মধ্যে প্রচুর ক্রিকেট বাকি আছে এবং এটি একটি চমৎকার সুযোগ তার কাছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন