চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। তার পরিবর্তে ভারতীয় দলে অভিষেক হতে পারে পাঞ্জাব কিংসের উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে কষ্টার্জিত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২ রানে ওই ম্যাচ যেতে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। প্রথম টি-টোয়েন্টিতে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল সঞ্জুকে। সেই ম্যাচেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাম হাঁটুতে চোট পান তারকা ব্যাটসম্যান। বাউন্ডারি লাইনে থাকা দড়িতে কোনোভাবে তিনি আঘাতপ্রাপ্ত হন।
বুধবার বিকেলে বিসিসিআই মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করে। বিশেষজ্ঞরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিসিসিআই সূত্রে খবর জিতেশ শর্মাকে সঞ্জু স্যামসনের পরিবর্তে নামানো হতে পারে। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি (AISSC) জিতেশের নাম প্রস্তাব করে সঞ্জু স্যামসনের পরিবর্ত হিসেবে।
জিতেশ শর্মা বিদর্ভের হয়ে খেলেন। ২০১৩-১৪ ক্রীড়াবর্ষে বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে ‘লিস্ট এ’ ক্রিকেটে তাঁর অভিষেক হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৫ সালে রঞ্জি ট্রফির মাধ্যমে অভিষেক হয় তাঁর। ২০১৮-১৯ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে সাত ম্যাচে ২৯৮ রান সংগ্রহ করেছিলেন।
২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) টুর্নামেন্টের নিলামে পাঞ্জাব কিংস জিতেশকে কিনে নেয়। ওই মরশুমেই চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটে। প্রথম ম্যাচে ১৭ বলে ২৬ রান করেছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুনের এমসিএ স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে ভারত। আজকে জিততে পারলেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে ‘মেন ইন ব্লুজ’-রা। নাকি প্রথম ম্যাচ হেরে লড়াইয়ে ফিরতে পারবে লঙ্কানরা? সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন