ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। শুক্রবার শীর্ষ বাছাই ফাজার আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আরদিয়ান্টোকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন সাত্ত্বিক-চিরাগ। তবে একই দিনে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হারলেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্ব চ্যাম্পিয়নশীপে রূপো জয়ী তারকা হারলেন চীনের লি শি ফেংয়ের কাছে।
প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় প্রতিপক্ষ লক্ষ্য সেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিলেন শ্রীকান্ত। ৪৫ মিনিটের লড়াইয়ে শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফলাফল ছিল ২১-১৭, ২২-২০। তবে লক্ষ্যের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন করা শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে চীনের লি শি ফেংয়ের বিপক্ষে লড়াই করলেও, হার মানলেন। ১ ঘন্টা ৯ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১০ নম্বর তারকা ফেংয়ের কাছে ১৪-২১, ২১-১৪, ১২-২১ ব্যবধানে পরাজিত হন শ্রীকান্ত।
শ্রীকান্তের হারের পর কোর্টে নামেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান এবং মুহাম্মদ রিয়ান আরদিয়ান্টোকে মাত্র ৪১ মিনিটের মধ্যেই ২১-১৩, ২১-১৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।
সেমিফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি মুখোমুখি হবেন কোরিয়ার মিন হিউক কাং-সেউং জায়ে সিও এবং ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো-ড্যানিয়েল মার্থিনের মধ্যেকার কোয়ার্টার ফাইনালে যে জুটি বিজয়ী হবে তাদের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন