Indonesia Open: কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু, সাঁই প্রণীত এবং সাত্বিক-চিরাগ জুটি

বিশ্বের ২৬ নম্বর তারকা লি-র বিপক্ষে এই প্রথমবার খেলতে নেমেছিলেন সিন্ধু। বৃহস্পতিবার জার্মান প্রতিপক্ষকে ৩৭ মিনিটেই স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ভারতের শাটলার।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি সংগৃহীত
Published on

ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন সাঁই প্রণীত। তবে সিন্ধু-প্রণীতের জয়ের দিন দ্বিতীয় রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন কিদম্বী শ্রীকান্ত। টোকিও অলিম্পিকে সোনা জয়ী দ্বিতীয় বাছাই ডেন ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট সেটে হেরেছেন প্রাক্তন এক নম্বর তারকা শ্রীকান্ত।

ইন্দোনেশিয়া ওপেনে মহিলাদের সিঙ্গেলসের প্রি কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু মুখোমুখি হন ২৩ বর্ষীয় জার্মান শাটলার ইভন লির। বিশ্বের ২৬ নম্বর তারকা লি-র বিপক্ষে এই প্রথমবার খেলতে নেমেছিলেন সিন্ধু। বৃহস্পতিবার জার্মান প্রতিপক্ষকে ৩৭ মিনিটেই স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ভারতের হয়ে ডবল অলিম্পিক পদক বিজয়ী শাটলার। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১২, ২১-১৮। কোয়ার্টার ফাইনালে সিন্ধু খেলবেন স্প্যানিয়ার্ড বিট্রিজ কোরালেস এবং দক্ষিণ কোরিয়ার সিম ইউজিনের মধ্যে জয়ীর বিরুদ্ধে।

পুরুষদের সিঙ্গেলসে বৃহস্পতিবার হাড্ডা হাড্ডি লড়াইয়ে ফ্রান্সের ক্রিস্টো পপভের বিপক্ষে ২-১ সেটে জয় তুলে নিয়েছেন সাঁই প্রণীত। ১ ঘন্টা ২৩ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১৬ নম্বর তারকা প্রণীতের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৭, ১৪-২১, ২১-১৯।

কোয়ার্টার ফাইনালে প্রণীত মুখোমুখি হবেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী ভিক্টর অ্যাক্সেলসেনের। অ্যাক্সেলসেনের কাছেই স্ট্রেট সেটে হেরে আজ ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গিয়েছেন ভারতের আর এক শাটলার কিদম্বী শ্রীকান্ত।

অন্যদিকে ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের চিরাগ শেট্টি এবং সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। এই ষষ্ঠ বাছাই জুটি ১ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে কোরিয়ার সেউংজায়ে সিও এবং মিনহিউক কাংয়ের বিপক্ষে ২১-১৫, ১৯-২১, ২৩-২১ ব্যবধানে জয় তুলে নিয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in