গত সপ্তাহেই ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনালে অকানে ইয়ামাগুচির কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ভারতের হয়ে ডবল অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধুকে। সেই ব্যর্থতা ভুলে ইন্দোনেশিয়া ওপেনে দুরন্ত শুরু করেছেন হায়দরাবাদি শাটলার। সেইসঙ্গে অপর দুই ভারতীয় শাটলার বি সাই প্রণীত এবং কিদম্বী শ্রীকান্তও পুরুষদের সিঙ্গেলসে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
বুধবার বিশ্বের সাত নম্বর তারকা সিন্ধু প্রথম সেটে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করে ২-১ সেটে ম্যাচ জিতে নিয়েছেন। ১ ঘন্টা ১০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে ১৭-২১, ২১-১৭, ২১-১৭ ব্যবধানে ম্যাচ জিতেছেন হায়দরাবাদি শাটলার। এই জয়ের ফলে জাপানী শাটলারের বিপক্ষে ১১-০ ট্যালিতে এগিয়ে রয়েছেন সিন্ধু।
দ্বিতীয় রাউন্ডে ২৩ বর্ষীয় জার্মান শাটলার ইভন লির মুখোমুখি হবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু। বিশ্বের ২৬ নম্বর তারকা লি-র বিপক্ষে প্রথমবার মুখোমুখি হতে চলেছেন তৃতীয় বাছাই ভারতীয় তারকা।
অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ফ্রান্সের টোমা জুনিয়র পপভকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন সাই প্রণীত। বিশ্বের ১৬ নম্বর তারকা প্রণীতের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৮। দ্বিতীয় রাউন্ডে প্রণীত খেলবেন ফ্রান্সের ক্রিস্টো পপভের বিপক্ষে।
বুধবার বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা কিদম্বী শ্রীকান্ত স্বদেশীয় শাটলার এইচএস প্রণয়কে আবারও একবার হারালেন। প্রণয়ের বিপক্ষে ৫৬ মিনিটের লড়াইয়ে শ্রীকান্তের ফলাফল ২১-১৫, ১৯-২১, ২১-১২। পরের রাউন্ডে শ্রীকান্ত লড়াইয়ে নামবেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী দ্বিতীয় বাছাই ডেন ভিক্টর অ্যাক্সেলসেন এবং জাপানের কোকি ওয়াতানবের মধ্যে প্রথম রাউন্ডের লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন