আশা জাগিয়েও ফাইনালে ওঠা হল না সিন্ধুর। ইন্দোনেশিয়া মাস্টার্সের পর ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো ভারতের হয়ে ডবল অলিম্পিক পদক বিজয়ী শাটলারকে। ইন্দোনেশিয়া মাস্টার্সের সেমিফাইনালে অকানে ইয়ামাগুচির কাছে হেরে বিদায় নিয়েছিলেন সিন্ধু। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে থাইল্যান্ডের রাতচানোক ইন্তাননের কাছে ২-১ ব্যবধানে হেরে বসলেন হায়দরাবাদি শাটলার।
পাশাপাশি পুরুষদের ডাবলসে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটিও সেমিফাইনালে হারের মুখ দেখলেন। ৪৪ মিনিটের লড়াইয়ে ইন্দোনেশিয়ার শীর্ষ বাছাই কেভিন সঞ্জায়া সুকামুলজো এবং মার্কাস ফার্নাল্ডি গিডিওনের কাছে ২১-১৬, ২১-১৮ সেটে পরাজিত হয়েছেন ভারতীয় জুটি। সাত্বিক-চিরাগ জুটির ব্যর্থতার সাথে সাথেই খালি হাতে ইন্দোনেশিয়া ওপেন থেকে ফিরতে হচ্ছে ভারতকে।
শনিবার প্রথম গেমটা দাপট দেখিয়েই নিজের নামে করে নিয়েছিলেন সিন্ধু। থাইল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়েছিলেন ২১-১৫ ব্যবধানে। তবে দ্বিতীয় গেমে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয় সিন্ধুকে। শুরুটা ভালো করলেও ৯-২১ সেটে হারতে হয় তাঁকে। তৃতীয় সেটেও সিন্ধুকে বিন্দুমাত্র জায়গা ছাড়েননি রাতচানোক। ১৪-২১ সেটে সিন্ধুকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে পৌঁছান তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাতচানোক বরাবরই তৃতীয় বাছাই সিন্ধুর কঠিন প্রতিপক্ষ। এর আগে ১০ বারের মুখোমুখি সাক্ষাৎে রাতচানোক ইন্তানন এগিয়ে ছিলেন ৬-৪ ব্যবধানে। সেই সংখ্যাটা এদিন বেড়ে দাঁড়ালো ৭-৪ ব্যবধানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন