মেসির গোলেও হার বাঁচানো গেল না ইন্টার মায়ামির। ভারতীয় সময় সোমবার রাতে রিয়াদের কিংডম এরিনাতে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং আল-হিলাল। মায়ামিকে ৪-৩ গোলে হারালো আল-হিলাল।
এক সময় মেসিকে দলে নেওয়ার জন্য আকাশছোঁয়া বেতন প্রস্তাব দিয়েছিল আল-হিলাল। কিন্তু মেসি সেই প্রস্তাব ফিরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু প্রিয় ফুটবলারের খেলা দেখার জন্য হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন স্টেডিয়ামে। আল-হিলাল সমর্থকরাও মেসির সমর্থনে গলা ফাটাতে থাকেন। পুরো ম্যাচ জুড়েই দাপটের সাথে খেলে সৌদির ক্লাবটি।
ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা খায় মায়ামি। ১০ মিনিটে আল-হিলালের হয়ে প্রথম গোল করেন আলেকসান্ডার মিত্রোভিচ এবং ১৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আব্দুলাহ আল-হামদান। ৩৪ মিনিটে আল-হিলালের জালে বল জড়ান লুই সুয়ারেজ। ফের ৪৪ মিনিটে তৃতীয় গোল করে আল-হিলাল। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে ইন্টার মায়ামি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে মায়ামির দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। ৫৫ মিনিটে সমতা ফেরান ডেভিড রুইজ। কিন্তু সেই ফলাফল ধরে রাখতে ব্যর্থ হয় মায়ামি। ম্যাচের ৮৮ মিনিটে মালকম গোল করে আল-হিলালের জয় নিশ্চিত করেন।
মেসি পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আগামী বৃহস্পতিবার আল-নাসারের সাথে খেলবে ইন্টার মায়ামি। সকল ফুটবলপ্রেমীর চোখ এখন সেই ম্যাচের দিকেই। উল্লেখ্য, এই ম্যাচগুলি সব ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন