মেসি ম্যাজিকে মাতলো মার্কিন যুক্তরাষ্ট্র। খেলার ৯৪ মিনিটের মাথায় দুরন্ত ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন এলএম টেন। শুধু টিভির পর্দায় নয় মাঠে উপস্থিত বিশ্বমানের তারকারাও আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ পায়ের জাদুর সাক্ষী থাকেন।
মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটে মেসির। লিগস কাপে গ্রুপ 'জে' তে রয়েছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচেই ৪৪ মিনিটের মাথায় রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় মেসির নতুন ক্লাব। যদিও প্রথমার্ধে মেসিকে নামাননি ইন্টার মায়ামির কোচ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল অনেক সুযোগ তৈরি করে। ৫৩ মিনিটে মাঠে নামেন লিও। মুহূর্তটা দেখার মতো ছিল। স্টেডিয়াম জুড়ে একটাই আওয়াজ 'মেসি, মেসি'।
৬৫ মিনিটের মাথায় ক্রুজ আজুলের ইউরিয়েল আনতুনা সমতা ফেরান। অসাধারণ সব পাসে দর্শকদের মন জয় করছিলেন মেসি। নির্ধারিত ৯০ মিনিট ড্র থাকার পর ৯৩ মিনিটের মাথায় বিপক্ষের বক্সের বাইরে ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। বলা যেতে পারে 'মেসি জোনেই' ফ্রি কিক মেলে। কোনো ভুল করেননি এলএম টেন। অসাধারণ শট নেন তিনি। বল সোজা বিপক্ষের জালে। ২-১ ব্যবধানে ম্যাচ জেতে ইন্টার মায়ামি।
নতুন দলকে ম্যাচ জিতিয়ে তিনি বলেন, "আমি একটাই কথা ভাবছিলাম যে, আমাকে গোল করতেই হবে। কারণ খেলার একদম শেষ সময় ছিল। লিগস কাপের প্রথম ম্যাচ জয়টা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। সকলের মধ্যেই একটা আত্মবিশ্বাস এনে দেবে"।
উল্লেখ্য, ইন্টার মায়ামির হয়ে শুধু মেসির নয়, অভিষেক হয়েছে লিও-র প্রাক্তন সতীর্থ সার্জিও বুসকেটসের। মেসির সাথে পুনরায় খেলতে পেরে তিনিও আপ্লুত।
মেসিকে দেখতে স্টেডিয়ামের সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। ফলে দলকে জেতানোই এলএম টেনের কাছে প্রধান চ্যালেঞ্জ ছিল। তাঁর খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি সহ বহু তারকা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো ইন্টার মায়ামির হয়ে একই দিনে অভিষেক করেছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন