IPL 2022: নিলামে নথিভুক্ত ১২১৪ খেলোয়াড়, ভারতীয় ৮৯৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ এর খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধন ২০ জানুয়ারী শেষ হওয়ার পরে, কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুই দিনের ইভেন্টের জন্য মোট ১,২১৪ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন।
আইপিএল ২০২২
আইপিএল ২০২২ছবি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ এর খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধন ২০ জানুয়ারী শেষ হওয়ার পরে, কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুই দিনের ইভেন্টের জন্য মোট ১,২১৪ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন। ১,২১৪ খেলোয়াড়ের মধ্যে ৮৯৬ জন ভারতীয় ক্রিকেটার এবং ৩১৮ জন বিদেশী খেলোয়াড় নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন।

আইপিএল ২০২২ মেগা নিলামে দুই নতুন ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে। আহমেদাবাদ এবং লখনউ, একাধিক রিপোর্টের অনুসারে এই ইভেন্ট ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হতে পারে।

দু’দিনের মেগা নিলামে ১০ টি দল ক্রিকেট বিশ্বের সেরা প্রতিভাদের মধ্যে থেকে নিজেদের দল বেছে নেবার জন্য নিলামে অংশ নেবে। আন্তর্জাতিক এক্সপোজারের পরিপ্রেক্ষিতে, খেলোয়াড়দের তালিকায় ২৭০ জন ক্যাপড, ৯০৩ জন আনক্যাপড এবং ৪১ সহযোগী দেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকা অনুসারে, ৬১ জন ক্যাপড ভারতীয় ক্রিকেটার এবং ২০৯ ক্যাপড আন্তর্জাতিক ক্রিকেটার। ১৪৩ জন আনক্যাপড ভারতীয় যারা আগের আইপিএল মরসুমের অংশ ছিলেন। আর ছয়জন আনক্যাপড আন্তর্জাতিক খেলোয়াড় যারা আগের আইপিএল মরসুমের অংশ ছিলেন। আনক্যাপড খেলোয়াড়দের পরিপ্রেক্ষিতে, ভারতের ৬৯২ খেলোয়াড় এবং ৬২ জন আন্তর্জাতিক খেলোয়াড় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

১৮টি দেশের খেলোয়ারদের এই তালিকায় ৩১৮ জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়ার ৫৯ জন খেলোয়াড় আছেন, যা সর্বাধিক। এরপরেই দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, শ্রীলঙ্কার ৩৬ জন, ইংল্যান্ডের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, আফগানিস্তানের ২০ জন রয়েছেন। নেপাল থেকে ১৫ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৪ জন এই তালিকায় আছেন।

অন্যান্য দেশ যাদের ক্রিকেটাররা আইপিএল ২০২২ প্লেয়ার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন তাঁদের মধ্যে বাংলাদেশের (৯), নামিবিয়া (৫), ওমান এবং আয়ারল্যান্ড (৩), জিম্বাবুয়ে (২), ভুটান, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহী (১)।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যদি তাদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখে, সেক্ষেত্রে নিলামে ২১৭ জন খেলোয়াড় নেওয়া হবে (যার মধ্যে ৭০ জন বিদেশী খেলোয়াড় হতে পারে)।

নিলামের আগে, মোট ৩৩ জন খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে বা নেওয়া হয়েছে। বর্তমানে আটটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। দুটি নতুন আইপিএল দল (আহমেদাবাদ এবং লখনউ) নিলামের আগে ছয়জন খেলোয়াড়কে (প্রতিটি তিনজন) বেছে নিয়েছে।

১০ টি আইপিএল দলের দ্বারা রাখা বাছাইগুলি হল:

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মঈন আলী এবং রুতুরাজ গায়কওয়াড়।

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ এবং অ্যানরিচ নর্টজে।

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব এবং কাইরন পোলার্ড।

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল এবং আরশদীপ সিং।

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ।

সানরাইজারস হায়দারাবাদ: কেন উইলিয়ামসন, আবদুল সামাদ এবং ওমরান মালিক।

আহমেদাবাদ: হার্দিক পান্ড্য, রশিদ খান এবং শুভমান গিল।

লখনউ: কেএল রাহুল, মার্কাস স্টয়নিস এবং রবি বিষ্ণোই।

আইপিএল ২০২২
IPL 2022: আমেদাবাদকে নিয়ে জট কাটলো, মেগা নিলামের স্থান ও দিনক্ষণ নিশ্চিত করলো বিসিসিআই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in