IPL 2022: মহারাষ্ট্রের চার ভেন্যুতে হতে পারে আইপিএলের ৭০ টি ম্যাচ! ৫৫টি মুম্বইয়ে, ১৫টি পুণেতে

রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, পাটিল স্টেডিয়ামে ৫৫টি ম্যাচ এবং পুণের MCA ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৫টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
আইপিএল ট্রফি
আইপিএল ট্রফিফাইল ছবি সংগৃহীত
Published on

আইপিএল-২০২২ এর মেগা নিলাম শেষ। এখন অপেক্ষা শুধু দশ দলের এন্টারটেনিং টুর্নামেন্টের পর্দা ওঠার। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আসন্ন আইপিএল-এর লীগ পর্বের ৫৫ টি ম্যাচ হতে পারে মুম্বইয়ে এবং ১৫ টি ম্যাচ হতে পারে পুণেতে। মহারাষ্ট্রের মোট চারটি স্টেডিয়ামকে বেছে নেওয়া হতে পারে লীগ পর্বের ম্যাচের জন্য।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৫৫ টি ম্যাচ আয়োজন করা হতে পারে এবং পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৫ টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে আইপিএল কর্তৃপক্ষের। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলতে পারে এবং ব্র্যাবোর্ন ও এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পারে তিনটি করে ম্যাচ।

ক্রিকবাজের তরফ থেকে আগেই জানানো হয়েছিলো আইপিএল উদ্বোধনের জন্য দুটি তারিখ নিয়ে আলোচনা চলছে। একটি হলো ২৬ মার্চ, শনিবার। যা কিনা অফিসিয়াল ব্রডকাস্টারের পছন্দের তারিখ। অন্য দিনটি হলো ২৭ মার্চ। অর্থাৎ ঠিক তার পরের দিনই।

আইপিএল যেদিন থেকেই শুরু হোক না কেনো ২৯ মে রবিবার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। লীগ পর্বের ম্যাচের জন্য ভেন্যু সম্পর্কে জানানো হলেও প্লে অফের ভেন্যু সম্পর্কে এখনও কিছু আভাস দেয়নি সংস্থাটি। ২৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

আইপিএল ট্রফি
IPL 2022: যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামে দামের নজির গড়লেন ইশান কিষাণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in