আগামী ফেব্রুয়ারী মাসেই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। গতকালই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ এবং আমেদাবাদ তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। লখনউ-এর নেতা লোকেশ রাহুল এবং আমেদাবাদের হার্দিক পান্ডিয়া। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা। আসন্ন মেগা নিলামের আগে নিলাম থেকে নাম তুলে নিয়েছেন আইপিএল কাঁপানো বেশ কয়েকজন তারকা। যা কিনা সমর্থকদের বেশ হতাশ করবে বলে অনুমান করা হচ্ছে। দেখা যাক কারা সেই ক্রিকেটার।
এবারের নিলামে অংশ নিচ্ছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে ২৭০ জন ক্যাপড এবং ৩১২ জন ক্রিকেটার আন ক্যাপড। অ্যাসোসিয়েট দেশ থেকে রয়েছেন ৪১ জন ক্রিকেটার। তবে নিলামে অংশ নিচ্ছেন না অনেকেই। এই তালিকায় সবার প্রথমে যিনি থাকবেন তিনি হলেন ক্রিস গেইল। এছাড়াও বেন স্টোকস, জোফরা আর্চার, স্যাম কুরেন, ক্রিস ওকসরা অংশ নিচ্ছেন না নিলামে। অজি পেসার মিচেল স্টার্কের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়।
দীর্ঘ ৭ বছর পর আইপিএলে কামব্যাক করার কথা চিন্তা করেছিলেন মিচেল স্টার্ক। তবে এখনও তিনি নিশ্চয়তা দেননি। ব্যক্তিগত কারণে দুদিন চেয়ে নিয়েছেন তিনি নিজের সিদ্ধান্তের কথা জানানোর জন্য। অন্যদিকে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএল মাতিয়ে রাখা ক্রিস গেইল অংশ নিচ্ছেন না মেগা নিলামে। সম্ভবত ৪২ বর্ষীয় গেইলের আইপিএল যুগের অবসান ঘটে গেলো।
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস যে নিলামে অংশ নেবেন না তা তিনি আগেই জানিয়েছিলেন। তবে স্যাম কুরেন ঠিক কি কারণে ক্রোড়রপতি লীগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তা স্পষ্ট নয়। চোটের কারণে খেলবেন না জোফরা আর্চারও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন