আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে ইশান কিষাণের পর দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার দীপক চাহার। চেন্নাই সুপার কিংস চাহারকে দলে নিতে খরচ করেছে ১৪ কোটি টাকা। মূলত চাহারকে দলে নিয়েই পেস আক্রমণ সাজিয়েছিলো মহেন্দ্র সিং ধোনির দল। উরুতে গুরুতর চোট নিয়ে সেই চাহারই আসন্ন আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন। আইপিএলের পুরো আসরেই চেন্নাই তাঁকে পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং-এ চোট পান চাহার। উরুর পেশি ছিঁড়ে গিয়েছে তাঁর। এই চোটের কারণেই আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন চাহার। সুস্থ হয়ে আইপিএলে ফিরতে পারবেন কিনা সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
এক সূত্রে জানা গিয়েছে, চাহারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। বর্তমানে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। সেখান থেকে পাওয়া রিপোর্টের পরেই জানা যাবে দীপক চাহার চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা।
দীপক চাহারকে না পেলে চেন্নাইয়ের গেম প্ল্যানে যে বড় ধাক্কা আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৫৮ ম্যাচে ৫৮ উইকেট নিয়েছেন চাহার। যার মধ্যে পাওয়ার প্লে তে রয়েছে ৪২ টি উইকেট। অর্থাৎ শুরুতে ধোনির অন্যতম প্রধান ভরসা তিনিই। আবার, এবারের আইপিএলের আসর বসছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের স্যুইং সুলভ উইকেটে চাহারকে ব্যবহার করার সুযোগও হাতছাড়া হতে বসেছে চেন্নাইয়ের।
ইতিমধ্যেই ধোনি, সহকারী কোচ লক্ষ্মীপতি বালাজিসহ দেশীয় কোচিং স্টাফরা চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন। আগামী ৮ মার্চ থেকে আইপিএলের ১৫ তম আসরের জন্য অনুশীলন শুরু করে দেবেন মহেন্দ্র সিং ধোনিরা। ১২ মার্চ বিদেশী কোচিং স্টাফরা দলের সাথে যোগ দেবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন