চোট পেয়ে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটার আজিঙ্কে রাহানে। শনিবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করার সময় হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন রাহানে। দ্বিতীয় দফায় যার জেরে ফিল্ডিং করতেও নামেননি তিনি। মঙ্গলবার নাইটদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো রাহানে আইপিএল থেকে ছিটকে গেলেন।
মঙ্গলবার নাইট রাইডার্স ট্যুইট করে অফিসিয়াল ঘোষণা হিসেবে জানায়, "হ্যামস্ট্রিং-এর চোটের কারণে আইপিএল-২০২২ এর বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না আজিঙ্কে রাহানে। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। নাইট শিবির আপনাকে মিস করবে।"
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত ম্যাচে ৩ টি ছক্কার মাধ্যমে ২৪ বলে ২৮ রান করেছিলেন। ওই ম্যাচেই চোট পান তিনি। চলতি আইপিএলে নাইটদের জার্সিতে মোট ৭ টি ম্যাচ খেলেছেন রাহানে। ১৯-এর গড়ে রান করেছেন ১৩৩। এই মরশুমে তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪।
চলতি আইপিএলে প্লে অফের ক্ষীণ আশা এখনও জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১২ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে শ্রেয়স আইয়াররা। লীগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নামবে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন