আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ-এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার। ২০২২ সালের আইপিএলে আরপি সঞ্জীব গোয়েঙ্কা(আরপিএসজি) গ্রুপের মালিকানাধীন লখনউ-এর হেড স্যারের দায়িত্ব সামলাবেন জিম্বাবোয়ের এই প্রাক্তন অধিনায়ক তথা উইকেটকিপার ব্যাটার। ফ্লাওয়ার আসার পরেই জল্পনা শুরু হয়েছে লোকেশ রাহুলকে নিয়ে। তবে কি লোকেশ রাহুলই হতে চলেছেন লখনউ-এর অধিনায়ক।
পাঞ্জাব কিংসের হয়ে অনিল কুম্বলের সাথে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ফ্লাওয়ারের। গত দুই মরশুমে পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। সেই সময় পাঞ্জাব দলের অধিনায়ক ছিলেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। কানাঘুষো শোনা যাচ্ছে ফ্লাওয়ারের পর লোকেশ রাহুলকে দলে টানতে চলেছে লখনউ।
অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচের দায়িত্ব তুলে দেওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন, কোচ হিসেবেও তেমনই ছাপ রেখেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। পেশাদারী ক্রিকেটে উনি কোচ হিসেবে বেশ সফল। ওনার টিমে নিযুক্ত হওয়ায় নিশ্চিতভাবে দলের গভীরতা বাড়াবে।"
নতুন ফ্র্যাঞ্চাইজি দল লখনউ-এর কোচিংয়ের দায়িত্ব পেয়ে আপ্লুত ফ্লাওয়ার। জিম্বাবোয়ের প্রাক্তন এই ক্রিকেটার জানান, ১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে প্রথম ভারত সফরে আসার পর এই দেশে খেলতে কিংবা কোচিং করাতে যখনই এসেছি, খুব উপভোগ করেছি।
ফ্লাওয়ার আরও বলেন, "ভারতের ক্রিকেট প্যাশন নিয়ে কোনও তুলনা হবে না। সেই দেশের একটা আইপিএল টিমের কোচিং করানোর সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করব। আইপিএলে টিমকে ভালো খেলতে দেখা একটা বিরাট চ্যালেঞ্জ। সেটা নেওয়ার জন্য আমি তৈরি। নতুন বছরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করার পাশাপাশি উত্তর প্রদেশেও যাব।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন