মার্ক উডের বদলি হিসেবে অজি পেসার অ্যান্ড্রু টাইকে দলে নিলো লখনউ সুপার জায়ান্টস। মেগা নিলামে সাড়ে সাত কোটি টাকার বিনিময়ে ব্রিটিশ পেসার মার্ক উডকে দলে নিয়েছিলো লখনউ ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএল শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে গিয়ে বড় ধরনের চোট পান উড। যার ফলে আইপিএল ২০২২ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। সেই মার্ক উডের পরিবর্ত ক্রিকেটার হিসেবে অ্যান্ড্রু টাইকে দলে ভেড়ালেন লখনউ।
উড চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই বড় ধাক্কা খায় লখনউ। তার কারণ পেস বোলিংএ উড ছিলো নতুন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম ভরসা। ইসিবির তরুফ থেকে উডের আইপিএলে না অংশ নেওয়ার খবর প্রকাশ হতেই লখনউ বিকল্প খোঁজা শুরু করেন। দলটির প্রথম পছন্দ ছিলো বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে পাওয়ার জন্য ঢাকাতে ফোন করেছিলেন দলের মেন্টর গৌতম গম্ভীর। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের জন্য তাসকিনকে আইপিএলের ছাড়পত্র দেয়নি বিসিবি।
তাসকিনকে না পাওয়ার পর অন্য তারকাকে দলে নেওয়ার জন্য পরিকল্পনা শুরু করে লখনউ। অবশেষে অজি পেসার অ্যান্ড্রু টাইয়ের সাথে চুক্তি করা হলো। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে অফিসিয়ালি টাইয়ের নাম ঘোষণা করা হয়েছে।
আসলে ক্রিকেট সমর্থকরা আগে থেকেই অনুমান করছিলেন অ্যান্ড্রু টাই হতে পারেন মার্কের পরিবর্ত। তার কারণ লখনউ সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলো। যেখানে এক বোলারের শেপ থাকলেও বোলারটিকে সরিয়ে দেওয়া হয়েছিলো। বোলিং স্টাইল দেখে অনেকেই অনুমান করেছিলো টাইয়ের নাম। সেই সম্ভাবনাই এবার সত্যি হলো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন