আইপিএল শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে। তবে এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস। চোটের কারণে ছিটকে গিয়েছেন সাড়ে সাত কোটি টাকার ব্রিটিশ তারকা মার্ক উড। ইংরেজ বোলারের বদলি হিসেবে লখনউ চেয়েছিলো বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। তবে জানা গিয়েছে তাসকিনকে আইপিএল খেলার ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শোনা যাচ্ছে, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর ফোন করেছিলেন তাসকিনকে পাওয়ার জন্য। তবে নাইটদের হয়ে দুটো আইপিএল খেতাব জয়ী তাসকিনকে লখনউয়ের সাথে চুক্তিবদ্ধ হওয়ার গম্ভীর শর্ত রাখেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না বাংলাদেশের পেসার। যা মেনে নিচ্ছে না বিসিবি।
জানা গিয়েছে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় টেস্ট সিরিজ ছেড়ে আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া যাবেনা তাসকিনকে। তাই মার্ক উডের বিকল্প হিসেবে কাকে দলে টানবেন লোকেশ রাহুলরা তা নিয়ে জল্পনা রয়েছে। এদিকে ক্রমশ দোরগোড়ায় হাজির হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের ১৫ তম সংস্করণ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন ডান হাতের কনুইয়ে চোট পান মার্ক উড। গত সপ্তাহে পাওয়া এই চোট পর্যবেক্ষণ করে দেখা যায় গুরুতর আহত হয়েছেন। বেশ কয়েক সপ্তাহ বলই করতে পারবেন না। আইপিএলের সম্পূর্ণ টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় মেগা নিলাম থেকে নেওয়া লখনউয়ের সাড়ে সাত কোটি টাকার ব্রিটিশ তারকাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন