রাহুল ত্রিপাঠী এবং এইডেন মার্করামের ব্যাটিং তান্ডবে অসহায় আত্মসমর্পণ করলো কলকাতা নাইট রাইডার্স। প্রথম দফায় ব্যাট করতে নেমে নীতিশ রানা(৫৪) এবং আন্দ্রে রাসেলের(৪৯*) ইনিংসে ভর করে সানরাইজার্সের সামনে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো শ্রেয়স আইয়ারের দল। জবাবে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠী(৭১) এবং এইডেন মার্করাম(৬৮*) ১৩ বল হাতে রেখেই সানরাইজার্সকে জয় এনে দেন। প্রথম দু ম্যাচে হার দিয়ে চলতি টুর্নামেন্টের অভিযান শুরু করলেও টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছেন কেন উইলিয়ামসনরা।
ব্র্যাবোর্নে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নামে নাইট রাইডার্স। দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার(৬) ও অ্যারন ফিঞ্চ(৭) দ্রুত আউট হয়ে ফিরে যাওয়ার পর সুনীল নারিনও(৬) প্যাভিলিয়নের রাস্তা দেখেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার এরপর নীতিশ রানাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
শ্রেয়স আইয়ার ২৮ রান করে উমরান মালিকের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। মাত্র ৭০ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে নাইটরা। তবে এদিন সেই চাপ থেকে কেকেআরকে মুক্তি দেন নীতিশ রানা এবং আন্দ্রে রাসেল। রানা ৩৬ বলে ৫৪ রান এবং রাসেল ২৫ বলে ৪৯* রানে অপরাজিত থেকে দলের স্কোরকে ১৭৫ রানে নিয়ে যান।
তবে সানরাইজার্স হায়দরাবাদ এদিন নাইটদের বেঁধে দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা হেসে খেলেই অতিক্রম করে। অভিষেক শর্মা(৩) এবং অধিনায়ক কেন উইলিয়ামসন(১৭) সানরাইজার্সের হয়ে শুরুটা ভালো না করতে পারলেও তিন নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠী নাইটদের সমস্ত সমীকরণ ভেস্তে দেন। মাত্র ৩৭ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। রাহুলের এই মারকাটারি ইনিংসে রয়েছে ৪ টি বাউন্ডারি এবং ৬ টি বিশাল ওভার বাউন্ডারি।
ত্রিপাঠী ফিরে যাওয়ার পর সানরাইজার্সের হয়ে বাকি কাজটা সারেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। রাহুলের মতো তাঁরও ব্যাট গর্জে ওঠে ব্র্যাবোর্নে। মাত্র ৩৫ বলে ৬৮* রানে অপরাজিত থেকে দলকে এনে দেন বড় জয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন